আজকাল ওয়েবডেস্ক: শিবাজী পার্কে অস্ট্রেলিয়া সিরিজের অনুশীলন সেরেছেন রোহিত শর্মা। আর সেই অনুশীলনেই ভক্তরা রোহিতকে ক্রমাগত উৎসাহ দিয়ে গিয়েছেন। নেটে তিনি যথেচ্ছ পুল-হুক করেছেন। একবার পুল মারার পরে এক ভক্ত বলে ওঠেন, ''২০২৭ বিশ্বকাপ জিততে হবে। তোমাকে ছাড়া এটা সম্ভবই নয়। অস্ট্রেলিয়াতেও এরকম ভাবেই পিটিও। দেখো দেখো সামনে স্টার্ক দাঁড়িয়ে রয়েছে।'' সেই ভক্তের এহেন মন্তব্য উপস্থিত দর্শকরা হাসতে থাকেন। আর এই অনুশীলনের সময়ে নিজেরই ক্ষতি করে বসলেন রোহিত।

শিবাজি পার্কে টানা দু’ঘণ্টা ধরে অনুশীলন করলেন ভারতের প্রাক্তন একদিনের অধিনায়ক। এই অনুশীলনে হিটম্যান নিজের ক্ষতিই করলেন। ভেঙে ফেললেন বড় প্রিয় ৬ কোটি টাকার ল্যাম্বরঘিনি। ওডিআই নেতৃত্ব থেকে সরানো হলেও ব্যাট হাতে রোহিতকে দেখা গেল সম্পূর্ণ ছন্দে, আত্মবিশ্বাসী মেজাজে। অনুশীলনের সময় রোহিত খেলেছেন একাধিক ঝলমলে শট। তাঁর ব্যাট থেকে দেখা গিয়েছে কভার ড্রাইভ থেকে শুরু করে নিখুঁত সুইপ, দর্শকদের উল্লাসে মুখরিত ছিল শিবাজি পার্ক।

আরও পড়ুন: অজিদের বিরুদ্ধে পাঁচ রান দেওয়া হল ভারতের মহিলা দলকে, কিন্তু কেন? ...

সোশ্যাল মিডিয়ায় এক ভক্ত জানিয়েছেন, রোহিতের শটে হিটম্যানেরই গাড়ি ভেঙেছে। শতাধিক ক্রিকেটপ্রেমী তাঁর ব্যাটিং দেখতে হাজির ছিলেন মাঠে। রোহিত প্রায় দুই ঘণ্টা অনুশীলন করেন এবং সেশনের পর বাড়ি ফিরে যান। পুরো সেশনে তাঁকে সাহায্য করেন ভারতের প্রাক্তন সহকারী কোচ অভিষেক নায়ার। উপস্থিত ছিলেন মুম্বই ও কলকাতা নাইট রাইডার্সের তরুণ ব্যাটার অঙ্কৃশ রঘুবংশী সহ আরও কয়েকজন স্থানীয় ক্রিকেটার। রোহিতের স্ত্রী ঋতিকা সাজদেও মাঠে উপস্থিত ছিলেন এবং সেশন শেষে ভক্তদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান এই তারকা ব্যাটার।

ওডিআই অধিনায়কত্ব হারালেও ভারতীয় দলে রোহিতের ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণই থাকবে। তরুণ ওপেনার শুভমন গিলের সঙ্গে ওপেনিং জুটি হিসেবে তাঁকে দেখা যাবে আগামীতেও, এবং তাঁর অভিজ্ঞতা দলকে সাহায্য করবে নেতৃত্বের বদলের এই সময়ে। প্রস্তুতির অংশ হিসেবে ফিটনেসে মনোযোগ দিয়েছেন রোহিত। জানা গিয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে তিনি ওজন অনেকটাই কমিয়েছেন এবং ফিটনেস ধরে রাখছেন কঠোর নিয়মে। 

রোহিত শর্মা চলতি বছরেই ভারতের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলেন, তাঁকে সরিয়ে নতুন ওয়ানডে অধিনায়ক করা হয়েছে শুভমান গিলকে। যদিও রোহিত এখনও অস্ট্রেলিয়া সফরের ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে। 

এদিকে প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি জানান, গিলকে অধিনায়ক করা সঠিক সিদ্ধান্ত। তিনি বলেন, ''আমি নিশ্চিত, রোহিতকে আগেই জানানো হয়েছে। এটি খুব স্বাভাবিক একটি পদক্ষেপ। আমার ক্ষেত্রেও হয়েছে, দ্রাবিড়ের ক্ষেত্রেও হয়েছে। প্রত্যেক বড় খেলোয়াড়ের কেরিয়ারে এক সময় এমনটা আসে। এমনকি শুভমান গিলকেও একদিন এই অবস্থার মুখোমুখি হতে হবে, যখন তাঁর বয়স হবে ৪০। খেলাধুলায় সবাইকে একসময় থামতেই হয়। গিলকে নেতৃত্বে নিয়ে আসাটা খারাপ সিদ্ধান্ত নয়। সে ইংল্যান্ডে দুর্দান্ত প্রতিভা দেখিয়েছে। আমি মনে করি, এটা যথাযথ সিদ্ধান্ত। রোহিত খেলতে থাকবে, আর তারই সঙ্গে নতুন অধিনায়ককে গড়ে তোলা যাবে।'’ 

অস্ট্রেলিয়া রওনা হওয়ার আগে সমর্থকরাই রোহিতকে উৎসাহ দিয়েছেন। নতুন লড়াইয়ের জন্য উদ্বুদ্ধ করেছেন। 

আরও পড়ুন: জয়সওয়ালকে থামাতে না পেরে বল দিয়ে আঘাত, শাস্তি পেলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা