আজকাল ওয়েবডেস্ক: কোহলিকে দেখতে অরুণ জেটলি স্টেডিয়ামে ভক্তদের ভিড়। ১২ বছর পর রনজি খেলতে নেমেছেন বিরাট কোহলি। বিরাটকে একঝলক দেখার জন্য রাত তিনটে থেকে স্টেডিয়ামের বাইরে ভিড় জমিয়েছিলেন ভক্তরা।
বৃহস্পতিবার রেলওয়েজের বিরুদ্ধে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লি। ফলে ফিল্ডিং করতে মাঠে নামেন কোহলি। তাঁকে মাঠে দেখামাত্রই দর্শকরা গর্জে ওঠেন। এক ভক্ত তো নিরাপত্তাবেষ্টনী ভেদ করে সোজা মাঠে বিরাটের সামনে চলে আসেন। বিরাটের পদধূলি নেন। যদিও নিরাপত্তারক্ষীরা ওই দর্শককে সরিয়ে নিয়ে যান। ওই ভক্ত বা বিরাটের কোনও ক্ষতি হয়নি। বিরাট এই ঘটনায় অবশ্য বিরক্ত হননি। তিনি ভক্তের পিঠ চাপড়ে দেন।
এদিকে, বিরাট খেলবেন বলে গোটা স্টেডিয়ামে নিরাপত্তা আরও কড়া করা হয়েছে। ভক্তরা রাত তিনটে থেকে লাইনে দাঁড়িয়ে ‘আরসিবি, আরসিবি’ স্লোগান দিচ্ছিলেন। এই দলের হয়েই সেই ২০০৮ থেকে আইপিএল খেলছেন কোহলি। জানা গেছে, স্টেডিয়ামের ১৬ ও ১৭ নম্বর গেট প্রথমে খোলা হয়েছিল দর্শকদের প্রবেশের জন্য। কিন্তু অতিরিক্ত ভিড়ের জেরে পরে ১৮ নম্বর গেটও খুলে দেওয়া হয়।
এদিকে মাঠে ঢোকার জন্য ভক্তদের মধ্যে হুড়োহুড়িতে পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়। ঘটনায় কয়েকজন সামান্য আহত হন। পুলিশের একটি বাইকও ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা গেছে তিনজন ক্রিকেটপ্রেমী চোট পান। ডিডিসিএ’র নিরাপত্তারক্ষীরা ও পুলিশই তাঁদের প্রাথমিক চিকিৎসা পরিষেবা দেয়। একজনের পাঁয়ে ব্যান্ডেজ লাগানো হয়। এক নিরাপত্তারক্ষীও আঘাত পেয়েছেন বলে খবর।
