আজকাল ওয়েবডেস্ক:‌ টিম ইন্ডিয়ার আর এক প্রাক্তন কোচকে আইপিএলের আগে দলে নিল রাজস্থান রয়্যালস। বোলিং কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের সাপোর্ট স্টাফে যোগ দিলেন সাইরাজ বাহুতুলে। স্পিন বোলিং কোচ হিসেবে যোগ দিয়েছেন দেশের প্রাক্তন স্পিনার। এর আগে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির সঙ্গে যুক্ত ছিলেন বাহুতুলে। এর আগে অবশ্য ২০১৮ থেকে ২০২১ পর্যন্ত রাজস্থানের কোচিং স্টাফে ছিলেন বাহুতুলে।


দ্রাবিড় বলেছেন, ‘‌স্পিন বোলিং নিয়ে ওর দক্ষতা প্রশ্নাতীত। এর আগে তরুণদের সঙ্গে কাজ করেছে বাহুতুলে। ওর সঙ্গে আগেও কাজ করেছি। আশা করব এবারও বাহুতুলে সাফল্য পাবে। ‌দলও উপকৃত হবে।’‌


টিম ইন্ডিয়ার কোচের পদ থেকে অব্যাহতি নেওয়ার পর রাজস্থান রয়্যালসের হেড কোচ হয়েছেন দ্রাবিড়। ২০১১ থেকে ২০১৩ পর্যন্ত রাজস্থানের হয়ে খেলেছেন দ্রাবিড়। তার পর দু’‌বছর কোচের পদে ছিলেন। ২০১৭ সালে এনসিএতে ছিলেন দ্রাবিড়। এরপর ২০২১ থেকে ২০২৪ এর জুন অবধি দ্রাবিড় টিম ইন্ডিয়ার হেড কোচ ছিলেন।


বাহুতুলে বলেছেন, ‘‌রাজস্থান দলের সঙ্গে ফের যুক্ত হতে পেরে গর্বিত। তরুণদের নিয়ে কাজ করে সফল রাজস্থান। সেই দলের সঙ্গে আবার কাজ করব। একটা দারুণ কোচিং টিম রয়েছে ওদের। রাহুল দ্রাবিড় রয়েছে। আশা করি দু’‌জনে রাজস্থানকে সাফল্য এনে দিতে পারব।’‌