আজকাল ওয়েবডেস্ক: টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। বুধবার আচমকাই নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন হিটম্যান। টি২০ আন্তর্জাতিক থেকে আগেই সরে গিয়েছেন। এখন খেলবেন শুধু দেশের হয়ে একদিনের ক্রিকেট।
জুন মাসে ভারত যাবে ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলতে। তার আগেই সরে গেলেন রোহিত। টেস্টে এবার নতুন অধিনায়ক? কে হবেন? দৌড়ে রয়েছেন শুভমান গিল, জসপ্রীত বুমরা, লোকেশ রাহুল, এমনকী ঋষভ পন্থ। বর্ডার গাভাসকার ট্রফিতে অবশ্য দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে বুমরার। যদিও বুমরার ফিটনেস নিয়ে একটা চিন্তা রয়েই গেছে। তাই দৌড়ে এগিয়ে গিল ও রাহুল।
রোহিতের পরবর্তী পরিকল্পনা কী? হিটম্যানের ঘনিষ্ঠ সূত্র মারফত জানা গেছে, ‘২০২৭ বিশ্বকাপ খেলার জন্য রোহিত মরিয়া। মেগা ইভেন্টে খেলার জন্য ফিটনেস ঠিক রাখতে যা খুশি করতে পারে ও।’ রোহিতের ওই ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পরেই টেস্ট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন রোহিত।
রোহিতের ঘনিষ্ঠ সেই সূত্র জানিয়েছে, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পরেই রোহিতের মাথায় টেস্ট থেকে অবসরের কথা ঘুরছিল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সার্কেল শুরু হচ্ছে জুন থেকে। রোহিত জানত টেস্টে সেরা সময়টা ফেলে এসেছে।’
এদিকে, রোহিতের ঘনিষ্ঠ সূত্র মারফত এই কথা সামনে আসতেই বোর্ডের এক প্রাক্তন কর্তা তোপ দেগে বলেছেন, ‘রোহিত যদি টেস্ট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েই থাকে। তাহলে বাদ দেওয়ার প্রশ্ন আসছে কেন?’
প্রসঙ্গত, রোহিত যে টেস্ট সিরিজে থাকবেনই এই নিশ্চয়তা নির্বাচকরা কিছুদিন আগে পর্যন্ত দেননি। অথচ আগামী সপ্তাহেই সম্ভবত দল ঘোষণা হবে। আর তাই দেওয়াল লিখনটা পড়তে পেরেই অবসর নিয়ে ফেললেন রোহিত। কারণ নির্বাচকরা হয়ত তাঁকে বাদ দেওয়ার সাহস দেখাতে পারতেন না। আর তাই হয়ত টেস্ট থেকে অবসর নিয়ে ফেললেন।
