আজকাল ওয়েবডেস্ক:‌ ইডেনে সিরিজের প্রথম টি২০ ম্যাচে ভারতের কাছে রীতিমতো পর্যুদস্ত হয়েছে ইংল্যান্ড। সাত উইকেটে হার। তবুও যেন হার মানতে রাজি নন ইংরেজ পেসার জোফ্রা আর্চার। তিনি অদ্ভূত দাবি করে বসেছেন। তাঁর দাবি, ‘‌ভারতীয় ব্যাটাররা নাকি ভাগ্যক্রমে বেঁচে গিয়েছেন।’‌


আর্চার ইডেন ম্যাচে দুই উইকেট পান। তাঁর দাবি, ভারতীয় ব্যাটাররা বেশ কয়েকবার আউট হতে হতে বেঁচে গিয়েছেন। আর্চারের কথায়, ‘‌দলের বাকি বোলারদের চেয়ে উইকেট ও পরিবেশ থেকে আমি বেশি সাহায্য পাচ্ছিলাম। বাকি বোলাররাও চেষ্টা করেছে। ভাল বলও করেছে। ভারতীয় ব্যাটারদের সঙ্গে ভাগ্য ছিল। আকাশে ওঠা শটগুলো একটুর জন্য ফিল্ডারদের হাতে যায়নি। গেলে ভারত হয়ত ৪০/‌৬ হয়ে যেত। আশা করি পরের ম্যাচ থেকে শটগুলো ফিল্ডারদের হাতে চলে যাবে।’‌ 


আর্চার যাই বলুন, ভারতীয় ব্যাটাররা বিশেষ করে অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন ইংরেজ বোলারদের উপর ছড়ি ঘুরিয়েছেন। অভিষেকের একটা শটে ক্যাচ মিস হয়েছে। তিলক বর্মার একটা কঠিন ক্যাচ নিতে পারেনি ইংরেজরা। এই দুটো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভারতীয় ব্যাটাররা ছিলেন দুর্দান্ত।


আর্চার আরও বলেছেন, ‘‌যদিও এরকম ঘটনা খেলায় ঘটবেই। আইপিএলেও দেখেছি। ব্যাটাররা চালাবে। বোলাররা উইকেট নেবে। একটা কথাই বলব ইডেনে ভাগ্য আমাদের সঙ্গে ছিল না।’‌ এরপরই যোগ করেন, ‘‌পাওয়ার প্লে–তে তিন চারটে উইকেট ফেলে দিতে পারলে একটা সুযোগ থাকত।’‌ 


সিরিজের পরের ম্যাচ শনিবার চেন্নাইয়ে।