আজকাল ওয়েবডেস্ক: ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট শুরু হতে ২৪ ঘন্টাও বাকি নেই। তার আগে পিচ নিয়ে চূড়ান্ত নাটক চলছে। সূত্রের খবর অনুযায়ী, টার্নিং উইকেট চেয়েছিলেন গৌতম গম্ভীর। তাই পিচে জল দিতে বারণ করেন। যাতে ইডেনের উইকেটে বল ঘোরে। যা চাপ বাড়াবে দক্ষিণ আফ্রিকার ওপর। স্পিন দিয়েই কেল্লাফতে করতে চেয়েছিলেন টিম ইন্ডিয়ার হেড কোচ। কিন্তু তাঁর পরিকল্পনা কিছুটা ভেস্তে গেল। তার অন্তরালে সৌরভ গাঙ্গুলি। সূত্রের খবর অনুযায়ী, বুধবার ভোরে পিচে জল দেওয়া হয়। ভারতীয় দল প্র্যাকটিস করে বেরিয়ে যাওয়ার পর গোটা মাঠ ঢেকে ফেলা হয়। কিন্তু পিচ খুলে রাখা হয়। যাতে পিচে শিশির পড়তে পারে। এই মস্তিষ্ক সৌরভ ছাড়া কারই বা হতে পারে!

আগের দিন প্রাক্তন বোর্ড সভাপতি দাবি করেছিলেন, ভারতীয় দলের পক্ষ থেকে তেমন কোনও চাহিদা নেই। কিন্তু পরবর্তীতে টার্নিং উইকেটের আবদার করেন গম্ভীর। যদিও পিচ কিউরেটর সুজন মুখার্জি জানান, সম্পূর্ণ স্পিন সহায়ক উইকেট পাবে না ভারতীয় দল। স্পষ্ট জানিয়ে দেন, তাঁরা ভাল ম্যাচের পক্ষপাতী। খেলা যাতে মাত্র তিনদিনে শেষ না হয়, সেই চেষ্টাই থাকবে। কলকাতার ক্রীড়াপ্রেমীরা যাতে পাঁচ দিন খেলা দেখার সুযোগ পায় সেই চেষ্টাই করছে সিএবি। 

পিচের চরিত্রের জন্য এখনও দল ঠিক করতে পারছেন না গম্ভীর, গিলরা।‌ কারণ দু'দিনে উইকেটে পরিবর্তন হয়েছে। সাধারণত ইডেনের পিচে সাহায্য পায় স্পিনাররা। কিন্তু ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে উইকেটের চরিত্র নিয়ে ধোঁয়াশা আছে। গিল হাবেভাবে বুঝিয়ে দেন, উইকেটে যে টার্নের প্রত্যাশা করেছিলেন, তেমন হবে না। দু'দিন আগে সুজন মুখার্জি জানিয়েছিলেন, 'বোর্ডের পক্ষ থেকে কোনও নির্দেশিকা আসেনি। কিন্তু ভারতের মাটিতে খেলা বলে স্বাভাবিকভাবেই পিচ স্পিন সহায়ক করা হচ্ছে। বোলাররা উইকেট থেকে সাহায্য পাবে।'