আজকাল ওয়েবডেস্ক: মরশুমে প্রথমবার জয়ের হ্যাটট্রিকে সুপার সিক্সের ক্ষীণ সম্ভাবনা আবার দেখা দিয়েছে। আশা জিইয়ে রাখতে শেষ দুটো ম্যাচ জিততেই হবে ইস্টবেঙ্গলকে। একইসঙ্গে তাকিয়ে থাকতে হবে বাকিদের রেজাল্টের দিকে। বিশেষ করে মুম্বই সিটি, জামশেদপুর এবং ওড়িশার দিকে। তবে পুরোপুরি ছিটকে যাওয়ার মতো অবস্থা থেকে আবার লড়াইয়ে ফিরেছে লাল হলুদ। এটা সম্ভব হয়েছে মেসি বাউলির জন্য। তিনি যোগ দেওয়ার পর থেকেই পারফরম্যান্স গ্রাফ ঊর্ধ্বমুখী। গোল পাচ্ছে ইস্টবেঙ্গল। যার ফলে এসেছে টানা তিন জয়। গোল করানোর পাশাপাশি স্কোরশিটে নিজের নামও তুললেন মেসি। তাঁর সংযোজনে সুবিধা হয়েছে ডিয়ামানটাকোসের। আবার নতুন করে সুপার সিক্সের স্বপ্ন ফিরে এসেছে শিবিরে। মাঝে এএফসিতে ফোকাস সরালেও ক্যামেরুনের স্ট্রাইকার জানিয়ে দেন, এখনই এএফসি নয়, আইএসএল তাঁদের কাছে গুরুত্বপূর্ণ। গোল পেয়ে খুবই খুশি। মেসি বলেন, 'আমি গোল পেয়ে খুবই খুশি। আমি অনেকবার গোল পাওয়ার মতো জায়গায় চলে গিয়েছিলাম। কিন্তু ভাগ্য সঙ্গ দেয়নি। তবে শেষপর্যন্ত ইস্টবেঙ্গলের জার্সিতে গোল পেয়েছি। দারুণ অনুভূতি।'
মেসি মনে করেন, এই জয় তাঁদের হার না মানা মনোভাবের ফল। প্রথমার্ধ গোলশূন্য ছিল। শেষলগ্নে হায়দরাবাদের আত্মঘাতী গোলে লকগেট খোলে। ব্যবধান বাড়ান মেসি। এই মোমেন্টাম ধরে রেখেই শেষ দুটো ম্যাচ জিততে চান ইস্টবেঙ্গলের নতুন নায়ক। মেসি বলেন, 'এই জয় ইস্টবেঙ্গলের লড়াকু মনোভাবের পরিচয় দিয়েছে। বিরতিতে কোচ অস্কার আমাদের গোলের জন্য আরও আক্রমনাত্মক হতে বলে। আমরা শেষপর্যন্ত লড়াই চালিয়ে যাই, এবং ম্যাচটা দু'গোলে জিতি। আমরা এই জয় সমস্ত সমর্থকদের উৎসর্গ করছি। যারা কঠিন সময় আমাদের পাশে ছিল। আমাদের এই মোমেন্টাম ধরে রেখে শেষ দুটো ম্যাচ জিততে হবে।' হায়দরাবাদের বিরুদ্ধে জয়ে আইএসএলে প্রথমবার জয়ের হ্যাটট্রিক করে ইস্টবেঙ্গল। ২২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলে অষ্টম স্থানে অস্কারের দল। রবিবার ঘরের মাঠে বেঙ্গালুরুর বিরুদ্ধে পরের ম্যাচ ইস্টবেঙ্গলের।
