আজকাল ওয়েবডেস্ক: বছরের শেষেই বর্ডার–গাভাসকার ট্রফি। এবার হবে পাঁচ টেস্টের সিরিজ। অস্ট্রেলিয়ার মাটিতে শেষবার বর্ডার–গাভাসকার ট্রফি ২–১ জিতেছিল ভারত। সেই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল চেতেশ্বর পুজারা ও অজিঙ্কা রাহানের। আগামী বর্ডার–গাভাসকার ট্রফিতে এই দুই ক্রিকেটারের বিকল্প কারা হতে পারেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। এই বিষয়ে আলোকপাত করেছেন দীনেশ কার্তিক।
আগামী ২২ নভেম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে এই সিরিজ। প্রসঙ্গত, ভারতের কাছে টানা চারটি বর্ডার–গাভাসকার ট্রফি হেরেছে অস্ট্রেলিয়া। দুটি ঘরের মাটিতে। দুটি ভারতে। তার উপর সানি গাভাসকার বলে দিয়েছেন, এবার ৩–১ সিরিজ জিতবে ভারত। তাই অস্ট্রেলিয়ার উপর চাপটা অনেক বেশি। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার দীনেশ কার্তিক বলেছেন, ‘শুভমান গিল এবং সরফরাজ খান ইংল্যান্ডের বিরুদ্ধে খুব ভাল খেলেছিল গত মরসুমে। মনে হয় এই দু’জন অস্ট্রেলিয়া সফরের দলে থাকবে। পুজারা এবং রাহানের শূন্যস্থান পূরণ করার সুযোগ রয়েছে ওদের সামনে। দু’জনেরই সেই দক্ষতা এবং ক্ষমতা আছে।’
এটা ঘটনা, অস্ট্রেলিয়ার মাটিতে ২০১৮–১৯ সিরিজে পুজারা ৫২১ রান করেন। আবার ২০২০–২১ সফরে মেলবোর্ন টেস্টে ম্যাচ জেতানো শতরান করেছিলেন রাহানে। ব্যক্তিগত কারণে বিরাট কোহলি দেশে ফিরে আসার পর রাহানের নেতৃত্বেই সিরিজ জিতেছিল পিছিয়ে থাকা টিম ইন্ডিয়া।
