আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপের ফাইনালের ছাড়পত্র পেতে বাংলাদেশের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার লড়াই চলছে। কিন্তু আগের ম্যাচের চাপানোত্তর এখনও অব্যাহত। রবিবার ভারত-পাকিস্তান সুপার ফোরের ম্যাচে অশান্তির রেশ ছড়িয়ে গিয়েছে মাঠের বাইরেও। দুই দেশের ক্রিকেটাররাই মেজাজ হারায়। বিতর্কিত অঙ্গভঙ্গি করেন সাহিবজাদা ফারহান এবং হ্যারিস রউফ। ১৭২ রান তাড়া করতে নেমে, শাহিন আফ্রিদি এবং হ্যারিস রউফের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান অভিষেক শর্মা এবং শুভমন গিল। ওভারের শেষ বলে রউফকে ছয় মারার পরই মেজাজ হারান পাকিস্তানের পেসার। নন স্ট্রাইকারের দিকে ছিলেন অভিষেক। রউফকে শান্ত হতে বলেন তিনি। তাতেই আরও চটে যান পাক পেসার। সেই ঝামেলায় জড়িয়ে পড়েন গিলও। শেষমেষ আম্পায়ারকে হস্তক্ষেপ করতে হয়। ভাবা হচ্ছে, পরিস্থিতি শান্ত করতে রিঙ্কুকে পাঠান গৌতম গম্ভীর।
এই নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। ঘটনার সঙ্গে সঙ্গে ড্রিঙ্কস নিয়ে সাবস্টিটিউট হিসেবে মাঠে প্রবেশ করতে দেখা যায় রিঙ্কু সিংকে। সরাসরি শুভমনকে টেনে সরিয়ে দেন। ওপেনারদের শান্ত করার চেষ্টা করেন। তাঁদের নির্দেশ দিতে দেখা যায় রিঙ্কুকে। ঝামেলার শেষ এখানে হয়নি। বাউন্ডারিতে ফিল্ডিংয়ের সময় সমর্থকদের উদ্দেশে ফের বিতর্কিত অঙ্গভঙ্গি করেন রউফ। হাত দেখিয়ে ০-৬ দেখান। অপারেশন সিঁদুরের পর ভারতের ছটি ফাইটার জেট ধ্বংস করার দাবি করে পাকিস্তান। ভাবা হচ্ছে, রউফ হাতের অঙ্গভঙ্গিতে সেটাই বোঝাতে চেয়েছে। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা হয়।
ক্রিকেটীয় দিক থেকে ভারতের বিরুদ্ধে টি-২০ তে সবচেয়ে বেশি রান তোলে পাকিস্তান। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৭১ রান করে। লড়াইয়ের আশা করা হয়েছিল। কিন্তু ওপেনিংয়ে অভিষেক এবং শুভমনের ১০৫ রানের পার্টনারশিপ ভারতকে অনায়াসে জয়ে পৌঁছে দেয়। কিন্তু বাইশ গজের কয়েকটি বিতর্কিত ঘটনা টিম ইন্ডিয়ার স্মরণীয় জয়কে ছাপিয়ে যায়। রবিবার আবার ফাইনালে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান।
