আজকাল ওয়েবডেস্ক:‌ আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দিন ঘোষণা করল আইসিসি। ২০২৫ সালের ১১ থেকে ১৫ জুন ফাইনাল হবে লর্ডসে। ১৬ জুন রিজার্ভ ডে রাখা হয়েছে।
এর আগে দু’‌বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ২০২১ সালে হয়েছিল সাউদাম্পটনে। আর ২০২৩ সালে হয়েছিল ওভালে। চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। আর দু’‌বারই রানার্স হয়েছিল ভারত। এই নিয়ে তিন বারই ফাইনাল হতে চলেছে ইংল্যান্ডে।

 

 


এই মুহূর্তে পয়েন্ট টেবিলে ভারত আছে শীর্ষে। আর গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া আছে দুইয়ে। এছাড়া নিউজিল্যান্ড আছে তিনে। ইংল্যান্ড আছে চারে। শ্রীলঙ্কা পাঁচে। দক্ষিণ আফ্রিকা ছয়ে ও বাংলাদেশ সাতে। চলতি মাসেই ভারত দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশের বিরুদ্ধে। যা এই পরিস্থিতিতে ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে।