আজকাল ওয়েবডেস্ক:শোনা যাচ্ছিল ব্রাজিলের একটি ক্লাব তাঁকে ক্লাব বিশ্বকাপের জন্য পেতে চায়। শোনা যাচ্ছিল মেক্সিকোর ক্লাবে যেতে পারেন তিনি। তাঁকে নিয়ে জল্পনা তৈরি হয়েছিল ফিফা প্রেসিডেন্টের কথাতেও।
অবশেষে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তাঁকে নিয়ে তৈরি হওয়া যাবতীয় জল্পনায় জল ঢেলে দিলেন। সিআর সেভেন জানিয়ে দিলেন, একাধিক প্রস্তাব থাকলেও ক্লাব বিশ্বকাপে তিনি খেলবেন না।
সৌদি আরবে তাঁর ভবিষ্যৎ আগেই জানিয়ে দিয়েছেন ৪০ বছর বয়সী পর্তুগিজ মহাতারকা। ক্লাব বিশ্বকাপ প্রসঙ্গে রোনাল্ডো বলেন, ''ক্লাব বিশ্বকাপে আমি খেলব না। কয়েকটি দল আমার সঙ্গে যোগাযোগ করেছিল। কয়েকটি প্রস্তাব ছিল ভাবার মতো, বাকিগুলো নয়। তবে সব কিছু করা সম্ভব নয়। আপনি প্রতিটি বল লুফে নিতে পারবেন না।''
সৌদি প্রো লিগে আল নাসেরের শেষ ম্যাচের পরে রোনাল্ডো সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, তাঁর অধ্যায় শেষ। সবাই ধরেই নিয়েছিলেন রোনাল্ডো হয়তো নতুন কোনও ক্লাবে যোগ দিতে চলেছেন। কিন্তু নিজেই জানিয়ে দিলেন নিজের ভবিষ্যৎ।
রবিবার নেশনস লিগের ফাইনালে স্পেনের সামনে পর্তুগাল। তার আগে রোনাল্ডো যা বলেছেন, তা তাঁর ভবিষ্যৎ নিয়ে জল্পনা উসকে দেওয়ার মতো। নিজের ভবিষ্যৎ প্রসঙ্গে রোনাল্ডো বলেন, ''সব প্রায় চূড়ান্ত।''
