আজকাল ওয়েবডেস্ক: ২৭ বছরে পা দিলেন ভারতীয় উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ। জন্মদিন গোটা ভারতবাসীর শুভেচ্ছায় ভেসে গিয়েছেন ঋষভ। বিশ্বকাপজয়ী যুবরাজ সিং তাঁকে কামব্যাক কিং বলে অভিহিত করেছেন। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের পর বর্তমানে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন পন্থ। পরিবারের সঙ্গেই জন্মদিন কাটাচ্ছেন তিনি। মাঠে তাঁর নির্ভীক আচরণের জন্য পরিচিত পন্থ।

 

ভারতীয় ক্রিকেটের অন্যতম সুপারস্টার তিনি। সোশ্যাল মিডিয়ায় পন্থকে শুভেচ্ছা জানিয়ে যুবরাজ লিখেছেন, ‘কামব্যাক কিংকে জন্মদিনের শুভেচ্ছা। কঠোর পরিশ্রম করো এবং নির্ভীক ভাবে থাকো। ঈশ্বর সর্বদা তোমার সহায়ক হোন’। ঋষভের জন্য বিশেষ স্টোরি তৈরি করেছে দিল্লি ক্যাপিটালস। তাঁর কেরিয়ারের স্মরণীয় মুহূর্তগুলোকে কমিক বইয়ের আঙ্গিকে তুলে ধরে আইপিএল ফ্র্যাঞ্চাইজি লিখেছে ‘প্যান্টাস্টিক জন্মদিন’।

 

২৭ বছরের জন্মদিন ঋষভ পন্থের কাছে বরাবর স্মরণীয় হয়ে থাকবে। ভয়ঙ্কর দুর্ঘটনার মধ্যে পড়েও সেখান থেকে সুস্থ হয়ে ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে এসেছেন পন্থ। ২০২২ সালের ডিসেম্বর মাসে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন পন্থ। প্রায় দু’বছর মাঠের বাইরে ছিলেন তিনি। ২০২৪ সালের আইপিএলে ফিরে আসেন তিনি। দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলে কামব্যাক সিজনে ১৩ ম্যাচে ৪৪৬ রান করেন।

 

এই বছরের জুন মাসে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজেও শতরান করেছেন উইকেটকিপার। আগামী ৬ অক্টোবর থেকে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে রয়েছেন পন্থ। তবে ১৬ অক্টোবর শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি টেস্ট সিরিজে ফিরে আসার সম্ভাবনা রয়েছে তাঁর। বছরের শেষে ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফরেও থাকার সম্ভাবনা রয়েছে তাঁর।