আজকাল ওয়েবডেস্ক: অবনমনের আশঙ্কায় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগে নিউ ক্যাসলের কাছে ২-০ গোলে হারের পরই অবনবন নিয়ে কথা বলতে শোনা গিয়েছে ম্যান ইউ কোচ রুবেন আমোরিমকে।
১৯ ম্যাচের পরে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ১৪ নম্বরে। অবনমনের লাল চোখ দেখছে ঐতিহ্যশালী ক্লাব। যে ভাবে পযেন্ট নষ্ট করছে ম্যাঞ্চেস্টার, তাতে অবনমন কি শেষ পর্যন্ত এড়ানো যাবে? এমন প্রশ্নও উঠতে শুরু করে দিয়েছে।
পাঁচবার অবনমন হয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। এবারও অবনমনের আশঙ্কা ঢুকে গিয়েছে। নিউ ক্যাসলের কাছে হারের পরে ম্যান ইু-এর কোচ বলছেন, ''আমার কোচিংয়ে দল উন্নতি করতে পারছে না। অবনমনের সম্ভাবনা নিয়ে অনেকেই প্রশ্ন করছেন।''
লিগে টানা তৃতীয় ম্যাচে হারল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। নিউক্যাসলের বিরুদ্ধে প্রথম ২০ মিনিটের ভিতরেই দু'গোল হজম করে ম্যাঞ্চেস্টারের বিখ্যাত ক্লাব। ম্যাচের চতুর্থ মিনিটে গোল করেন ইসাক। ১৯ মিনিটে অ্যান্টনি গর্ডনের ক্রস থেকে হেডে গোল করেন জোলিন্টন।
গোল করার মতো পরিস্থিতি তৈরি করেছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডও। কিন্তু ঠোঁট ও পেয়ালার মধ্যে যে ব্যবধান থাকে, সেই ব্যবধান রয়ে গেল। লিগে টানা তৃতীয় ম্যাচে হার মানল ম্যাঞ্চেস্টার। রবিবার লিভারপুলের সামনে ম্যান ইউ।
