আজকাল ওয়েবডেস্ক: কথাবার্তা আগেই চূড়ান্ত হয়ে গিয়েছিল। এবার চুক্তিতে সই হয়ে গেল। আরও এক বছর ইস্টবেঙ্গলে ক্লেইটন সিলভা। কলিঙ্গ সুপার কাপে সর্বোচ্চ গোলদাতা ছিলেন ব্রাজিলীয় স্ট্রাইকার। আইএসএলে লাল হলুদ জার্সিতে সবচেয়ে বেশি গোল তাঁর। গত দু'বছর একা দলকে টেনেছেন। পাশে কোনও সাপোর্টিং স্ট্রাইকার পাননি। কিন্তু এবার সেই সমস্যা ঘুঁচে গিয়েছে। ফরোয়ার্ড লাইনে ডিয়ামানটাকোস এবং ডেভিডকে সই করিয়েছে ইস্টবেঙ্গল। অর্থাৎ আগামী আইএসএলে খাতায় কলমে লাল হলুদের স্ট্রেইকিং ফোর্স সবচেয়ে শক্তিশালী। এবছর সর্বভারতীয় তিনটে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাই ইস্টবেঙ্গলে। আইএসএলে সর্বোচ্চ গোলদাতা ছিলেন ডিয়ামানটাকোস, সুপার কাপে ক্লেইটন, ডুরান্ডে ডেভিড। এবার ইস্টবেঙ্গল জার্সিতে বিপক্ষের রক্ষণ কাঁপাবে এই ত্রয়ী। লাল হলুদ জার্সিতে টানা তিন বছর খেলার সুযোগ পেয়ে খুশি ব্রাজিলিয়ান। ক্লেইটন বলেন, 'ইস্টবেঙ্গলে আরও একবছর থাকতে পেরে আমি উল্লসিত। আমি ক্লাবের ব্যাজ এবং ফ্যানদের জন্য সব সময় সেরাটা দিয়েছি। ইস্টবেঙ্গলের হয়ে সুপার কাপ জয় আমার কেরিয়ারের অন্যতম সেরা মুহূর্ত। আমাদের জন্য একটা লম্বা মরশুম অপেক্ষা করছে। আমাদের পাশে থাকুন।' ক্লেইটনের মতো পেশাদার ফুটবলারকে আরও এক বছর পেয়ে খুশি ইস্টবেঙ্গল কোচ। কুয়াদ্রাত বলেন, 'গত দু'বছর ক্লেইটন আমাদের সর্বোচ্চ গোলদাতা ছিল। ওর গোলে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ ম্যাচ জিতেছি। সুপার কাপ ফাইনালের এক্সট্রা টাইমে ওর জয়সূচক গোল ফ্যানরা সারাজীবন মনে রাখবে। সেই গোলে ১২ বছরের খরা কাটে। ওর মতো একজনকে আরও একবছর দলে পেয়ে আমরা খুশি।' সম্প্রতি ভারতীয় ফুটবলের সেরা বিদেশিদের মধ্যে অন্যতম ক্লেইটন। ৩৬ গোল করে আইএসএলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় ষষ্ঠস্থানে রয়েছেন ব্রাজিলীয় তারকা।