আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কলকাতা টেস্টে ভারতের ৩০ রানের হতাশাজনক পরাজয়ের পর টেস্ট দলে মহম্মদ শামিকে ফিরিয়ে আনার জোরালো দাবি করে বসলেন ভারতের প্রাক্তন অধিনায়ক ও বর্তমান সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলি।
১৫ বছর পর ভারতের মাটিতে স্মরণীয় টেস্ট জয় পেল প্রোটিয়ারা, যা স্বাভাবিক ভাবেই ভারতীয় ক্রিকেটের হাল নিয়ে নানা প্রশ্ন তুলেছে। দীর্ঘ ছ’বছর পর ইডেনে যখন টেস্ট ফিরল সেই ম্যাচে ভারতকে তাদের নিজেদের ফাঁদে ফেলেই নাকানিচোবানি খাওয়াল দক্ষিণ আফ্রিকার স্পিনাররা।
মহম্মদ শামি সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে। সেই ম্যাচের পর থেকে ইংল্যান্ড সফর, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ কিংবা দক্ষিণ আফ্রিকা সিরিজ কোনও জায়গাতেই তাঁকে দলে রাখা হয়নি।
প্রধান নির্বাচক অজিত আগরকর জানান, পর্যাপ্ত ম্যাচ প্র্যাকটিস ও ফিটনেস সমস্যার কারণেই শামিকে দলে নেওয়া সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে সংবাদমাধ্যম স্পোর্টস টক-কে দেওয়া এক সাক্ষাৎকারে গাঙ্গুলি জানান, কোচ গৌতম গম্ভীরকে বুমরা, সিরাজ ও শামির ওপর পূর্ণ আস্থা রাখতে হবে।
গাঙ্গুলি মনে করেন, স্পোর্টিং উইকেটে খেললে ভারতের পেস বোলিং বিভাগের এই তিন তারকা এবং ভারতের স্পিনাররা সহজেই ম্যাচ জিতিয়ে দিতে সক্ষম।
গাঙ্গুলি বলেন, ‘আমি গৌতমকে খুব পছন্দ করি। ২০১১ বিশ্বকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে ও দারুণ পারফরম্যান্স করেছে। কিন্তু ওকে অবশ্যই ভাল পিচে খেলতে হবে। বুমরা, সিরাজ ও শামির ওপর বিশ্বাস রাখতে হবে।’
তিনি আরও যোগ করেন, ‘আমি মনে করি শামির দলে থাকা উচিত। শামি আর স্পিনাররাই গৌতমকে টেস্ট জেতাবে।’ এদিকে ঘরোয়া ক্রিকেটে ফিরে দুর্দান্ত পারফরম্যান্স নিয়ে চমক দেখাচ্ছেন শামি।
চলতি মরশুমে চার ম্যাচে তিনি নিয়েছেন ১৭ উইকেট, গড় মাত্র ১৭.৩৫। যা তাঁর জাতীয় দলে ফেরার দাবিকে আরও জোরালো করছে। শুধু বোলিং নয়, ব্যাটিং ও পিচের পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন গাঙ্গুলি।
তার কথায়, ‘ভারতকে ভাল উইকেটে খেলতে হবে। পিচকে খেলায় প্রভাব ফেলতে দেওয়া উচিত নয়। ব্যাটসম্যানরা ৩৫০–৪০০ রান না করলে টেস্ট জেতা কঠিন। ইংল্যান্ডে জিতেছিলাম কারণ ব্যাটাররা রান তুলেছিল।’
তিনি আরও বলেন, ‘গম্ভীরকে বলব, ভাল পিচে খেলো, নিজের খেলোয়াড়দের ওপর বিশ্বাস রাখো, এবং টেস্ট জেতো পাঁচ দিনে। তিন দিনে নয়।’ উল্লেখ্য, ইডেনে হারের বদলা নেওয়ার সুযোগ রয়েছে ভারতের কাছে। আগামী ২২ নভেম্বর গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের পরবর্তী টেস্টে নামবে ভারত।
