আজকাল ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ব্রাজিলের প্রাক্তন তারকা ফুটবলার কাকার ছেলের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ১৬ বছরের লুকার বল কন্ট্রোল, বল ছাড়া, বল ধরা এবং বল ডিস্ট্রিবিউশন দেখার পরে পরে কেউ বলছেন, ''ডিএনএ পরীক্ষার দরকার নেই। এ কাকারই ছেলে।'' আবার কেউ বলছেন, ''বাপ কা বেটা।'' ছেলের খেলা দেখে অনেকেই কাকাকে খুঁজছেন। কেউ বলেছেন, ''এ তো কাকাই।'' 

কাকার ছেলে লুকার ফুটবল খেলার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা। 

লুকার ভিডিওটি দেখার পরে এসি মিলানের সমর্থকরা মনে করছেন, কাকার ছেলেকে তাদের প্রিয় ক্লাবের অ্যাকাডেমিতে দেওয়া হল না কেন। কেউ আবার এখন থেকেই কল্পনা করতে শুরু করে দিয়েছেন, ইউরোপের কোন ক্লাবে ভবিষ্যতে লুকাকে দেখা যাবে। বাবার পদাঙ্ক ছেলে অনুসরণ করতে পারে কিনা, তা দেখার কৌতূহল অনেকেরই। 

?ref_src=twsrc%5Etfw">December 17, 2024

 

কাকা  ২০১৭ সালে অবসর নেন। বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স লিগ, ব্যালন ডি অর, লা লিগা, সিরি আ জেতার নজির রয়েছে ব্রাজিলীয় তারকার। 

রাজিলের জার্সিতে ৯২টি ম্যাচ খেলেছেন কাকা। তাঁর ঝুলিতে রয়েছে ২৯টি গোল। এদিকে সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, কাকার ছেলের ভিডিওটি একটি প্র্যাকটিস ম্যাচের। কিন্তু এই বয়সেই তাঁর ফুটবল দক্ষতা  দেখে মোহিত সবাই। অনেকেই কাকার ছায়া দেখছেন লুকার মধ্যে।