‌‌আজকাল ওয়েবডেস্ক:‌ পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের সময়টা একবারেই ভাল যাচ্ছে না। বিশ্বকাপ কোয়ালিফায়ারে বেশ খারাপ জায়গায় রয়েছে দল। এই পরিস্থিতি দেখলে খুব কষ্ট পেতেন পেলে, এমনটাই বলছেন তার ছেলে এদিনহো।
 ২০১৪ বিশ্বকাপ সেমিফাইনালে ঘরের মাঠে জার্মানির কাছে ১–৭ গোলে লজ্জার হার। ২০১৮, ২০২২ বিশ্বকাপেও ব্যর্থতা সঙ্গী হয়েছে তাদের। গত কোপা আমেরিকাতেও ফাইনালে হারতে হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে লাতিন আমেরিকা পর্বে তারা রয়েছে ছয় নম্বরে। বিশ্ব ফুটবলের কিংবদন্তি পেলের পুত্র এদিনহো পেলে বলেছেন, ‘বাবা বেঁচে থাকলে এই ব্রাজিল দলকে দেখে খুব কষ্ট পেতেন।’
এদিনহো পেলে আরও বলেন, ‘এমন অবস্থা রাতারাতি হয়নি। ধীরে ধীরে খারাপ অবস্থার মধ্যে পড়েছে দল। যা এই মুহূর্তে বড় আকার ধারণ করেছে।’‌  প্রসঙ্গত,  ২৯ ডিসেম্বর পেলের প্রথম মৃত্যুবার্ষিকী।