আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ার অধিনায়ক হওয়ার পর থেকে বর্ডার গাভাসকার ট্রফিটাই শুধু আসেনি। বাকি সবই এসেছে। আর চলতি বছরের শেষে সেই কোটাও পূরণ করে নিতে চান অজি অধিনায়ক প্যাট কামিন্স। সিরিজের সময় নিজেকে চাঙ্গা রাখতে আট সপ্তাহের বিরতি নিয়েছেন তিনি। ব্যস্ত জীবন থেকে বিশ্রাম নিয়ে হাইভোল্টেজ সিরিজের জন্য প্রস্তুতি সারতে চান কামিন্স।

 

 

ফক্স স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে কামিন্স জানিয়েছেন, 'বিশ্রামের পর সতেজ হয়ে ফিরে আসতে চাই। যাতে পরে কোনও আফসোস না থাকে। আজ থেকে ১৮ মাস আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর থেকে একটানা বল করে গেছি। এই আট সপ্তাহের বিশ্রাম আমাকে আগামী মরসুমের জন্য চাঙ্গা করে তুলবে।'

 

 

অজি অধিনায়কের আশা, এই বিশ্রামের ফলে তিনি সময়ের তুলনায় কিছুক্ষণ বেশি সময় বল করতে পারবেন। বাড়বে গতিও। সহজে চোট পাবেন না। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পর কামিন্স ভারতের বিরুদ্ধে একটি ওডিআই সিরিজ খেলেছেন, ওয়ানডে বিশ্বকাপ জিতিয়েছেন দেশকে। 

 

 

পাকিস্তানের বিপক্ষে তিনটি টেস্ট, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট, নিউজিল্যান্ডের একটি টি-টোয়েন্টি সফর, নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ক্যারিবিয়ান এবং এমএলসি টুর্নামেন্টে খেলে এবার আট সপ্তাহের জন্য ক্রিকেটের বাইরে থাকতে চান তিনি।