আজকাল ওয়েবডেস্ক: লিওনেল মেসির ছায়াসঙ্গী তিনি। মায়ামিতে আসার পর থেকেই মেসির সঙ্গে সবসময়ে দেখা যায় তাঁকে। তিনি ইয়াসিন চুকো।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওয় দেখা যায়, মাঠের বাইরে থেকে তিনি দৌড়ে মাঠের ভিতরে ঢুকে পড়েন। মেসিকে ছোঁয়ার জন্য যাঁরা মাঠের ভিতরে ঢুকে পড়েন, তাঁদের নিবৃত্ত করতে দেখা যায় ইয়াসিনকে। এ নিয়ে একাধিকবার সমালোচিত হতে হয়েছে তাঁকে। এবার মেজর লিগ সকার ইয়াসিনকে মাঠে ঢুকতে নিষিদ্ধ ঘোষণা করেছে।
২০২৩ সাল থেকে মেসির দেহরক্ষী হিসেবে কাজ করছেন ইয়াসিন। মেজর লিগ সকার তাঁকে নিষিদ্ধ ঘোষণা করায় সাইডলাইনের ধারে তাঁকে আর দেখা যাবে না। মাঠে দাঁড়াতে না পারলেও মিক্সড জোন ও ড্রেসিং রুমে তাঁর থাকতে বাধা নেই।
মেজর লিগ সকারের এহেন সিদ্ধান্তে অসন্তুষ্ট ইয়াসিন। তিনি বলেন, ''আমি সাত বছর ইউরোপের লিগ ওয়ান ও চ্যাম্পিয়ন্স লিগে কাজ করেছি। কেবল ছ' জন ব্যক্তি মাঠের ভিতরে ঢুকতে পেরেছিল। আমি মার্কিন যুক্তরাষ্ট্রে ২০ মাস ধরে কাজ করছি। আর এই ২০ মাসে ১৬ জন লোক মাঠের ভিতরে ঢুকেছে। এখানে সমস্যা আমি নই। মেসিকে সাহায্য করতে দেওয়া হোক। আমি এমএলএস এবং কনকাকাফকে ভালবাসি। আমাদের একযোগ কাজ করতে হবে। আমি সাহায্য করতে ভালবাসি। আমি অন্য কারওর থেকে ভাল নই। তবে ইউরোপে দীর্ঘ সময় কাজ করার অভিজ্ঞতা আমার রয়েছে। আমি ওদের সিদ্ধান্ত বুঝতে পেরেছি।''
মেসির পরিবারের অংশ বলে নিজেকে মনে করেন ইয়াসিন। তিনি বলছেন, ''আমি নিজেকে মেসির পরিবারের অংশ বলেই মনে করি। ওকে বাঁচানোর জন্য আমি কঠিন পরিশ্রম করছি। আমার উপরে মেসির আস্থা অনেক। আমি ওর উপরই নজর রাখি। ও খুব ভদ্র।''
