আজকাল ওয়েবডেস্ক: লর্ডসে শুরু হয়েছে তৃতীয় টেস্ট। ঐতিহাসিক টেস্টে দর্শকের আসনে রয়েছেন শচীন তেন্ডুলকর। বিরাট কোহলির থাকার সম্ভাবনা রয়েছে। লন্ডনে রয়েছেন রোহিত শর্মা। প্রাক্তন অধিনায়কও হয়ত লর্ডসের গ্যালারি ভরাবেন। কিন্তু হাজির আরও এক বিশেষ অতিথি। তাঁর অবশ্য ক্রিকেটের সঙ্গে কোনও যোগ নেই। তিনি বলিউডের অভিনেতা। লন্ডনের রাস্তায় রোহিত শর্মার সঙ্গে দেখা যায় ববি দেওলকে। লর্ডস টেস্টের আগে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়কের সঙ্গে নিজের ইনস্টাগ্রামে ছবি পোস্ট করলেন ববি। ছবির ক্যাপশনে লেখেন, 'ভারতের হয়ে গলা ফাটাব।' এই ছবি মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
নীল গোল গলা ক্যাজুয়াল টি-শার্ট এবং টুপিতে দেখা যায় রোহিতকে। অন্যদিকে রাফ অ্যান্ড টাফ ববি। বর্তমানে যেই ধরনের চরিত্রে অভিনয় করেন, ঠিক তেমনই দেখাচ্ছে বলিউড তারকাকে। এটাই এখন ববির সিগনেচার লুক। তবে দু'জনের মধ্যে কেউ লর্ডসে শুভমন গিলদের জন্য গলা ফাটাতে যাবেন কিনা জানা নেই। টসে জিতে এদিন ব্যাট করার সিদ্ধান্ত নেন বেন স্টোকস। প্রথম সেশনেই জোড়া উইকেট হারায় ইংল্যান্ড। ফিরে যান দুই ওপেনার। ১৮ রান করেন জ্যাক ক্রলি। ২৩ রান বেন ডাকেটের। জোড়া উইকেট পান নীতিশ। মধ্যাহ্নভোজের বিরতিতে জোড়া উইকেট হারিয়ে ইংল্যান্ডের রান ছিল ৮৩। উইকেটে রয়েছেন অলি পোপ এবং জো রুট। একই ওভারে মাত্র দুই বলের ব্যবধানে ইংল্যান্ডের দুই ওপেনারকে ফেরান নীতিশ। টসে জিতে স্টোকসের ব্যাট করার সিদ্ধান্ত অবাক হয় ক্রিকেট পণ্ডিতরা।
