আজকাল ওয়েবডেস্ক:‌ সৈয়দ মুস্তাক আলি টি–টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে দেখা যাবে মহম্মদ সামিকে। আইপিএল নিলামের আগে নিজেকে প্রমাণ করতে মরিয়া বাংলার পেসার। সানরাইজার্স হায়দরাবাদ তাঁকে রিটেন করেনি। ফলে নিলামে উঠতে হবে সামিকে। 


এটা ঘটনা রঞ্জিতে বেশ ভালই ফর্মে রয়েছে বাংলা। ৫ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে। এবার সামনে টি–টোয়েন্টি টুর্নামেন্ট। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ঘোষিত ১৭ জনের বাংলা দল। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। সেই সঙ্গে বাংলার হয়ে টি–টোয়েন্টি টুর্নামেন্ট খেলবেন মহম্মদ সামিও।


২৬ নভেম্বর থেকে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে শুরু হবে বাংলার অভিযান। প্রথম ম্যাচ বরোদার বিরুদ্ধে। তারপর ম্যাচ রয়েছে গুজরাট (২৮ নভেম্বর), পাঞ্জাব (৩০ নভেম্বর), হিমাচল প্রদেশ (২ ডিসেম্বর), সার্ভিসেস (৪ ডিসেম্বর), পুদুচেরি (৬ ডিসেম্বর), হরিয়ানা (৮ ডিসেম্বর)। বাংলার সামনে বেশ কঠিন লড়াই।


বাংলা দলকে নেতৃত্ব দেবেন রঞ্জির অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। দলে উইকেট কিপার হিসেবে আছেন অভিষেক পোড়েল ও শাকির হাবিব গান্ধী। এছাড়া আকাশদীপ ও শাহবাজ আহমেদকেও দলে রাখা হয়েছে। উঠতি বোলার যুধাজিৎ গুহও আছেন। তবে সব নজর মহম্মদ সামির দিকে। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে। রঞ্জিতে অবশ্য ধারাবাহিক উইকেট পাচ্ছেন। ৪ ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ২০। ১৬ ডিসেম্বর আইপিএলের নিলাম। তাঁকে ছেড়ে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ফলে নিলামের আগে নিজেকে প্রমাণ করতে মরিয়া থাকবেন সামি। তবে বাংলা দলে সুমন্ত গুপ্তকে রাখা হয়নি। যিনি রঞ্জিতে নিয়মিত ব্যাট হাতে রান করছেন। 


এদিকে, সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বইয়ের হয়ে খেলবেন সূর্যকুমার যাদব। নেতৃত্ব দেবেন শার্দূল ঠাকুর। মহারাষ্ট্রের নেতৃত্বে রুতুরাজ গায়কোয়াড়। কর্নাটক দলে আছেন দেবদত্ত পাডিক্কাল, করুণ নায়ার।


বাংলা দল:‌ অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), সুদীপ কুমার ঘরামি, অভিষেক পোড়েল (উইকেটকিপার), শাকির হাবিব গান্ধী (উইকেটকিপার), যুবরাজ কেশওয়ানি, প্রিয়াংশু শ্রীবাস্তব, শাহবাজ আহমেদ, প্রদীপ্ত প্রামাণিক, কণিষ্ক শেঠ, করণ লাল, সক্ষম চৌধুরী, মহম্মদ সামি, আকাশদীপ, সায়ন ঘোষ, ঋত্বিক চট্টোপাধ্যায়, যুধাজিৎ গুহ, শ্রেয়ান চক্রবর্তী।