আজকাল ওয়েবডেস্ক: নাগাল্যান্ডের বিরুদ্ধে ৯ উইকেটে জয় দিয়ে বিজয় হাজারেতে অভিযান শুরু বাংলার। বৃহস্পতিবার মুম্বইয়ে গ্রুপ ই-র ম্যাচে বড় জয় পেল সুদীপ ঘরামির দল। প্রথমে ব্যাট করে ৪৭ ওভারে মাত্র ১৩৯ রানে অলআউট হয়ে যায় নাগাল্যান্ড। আকাশ দীপ, ঈশান পোড়েলদের সামলাতে হিমসিম খায় বিপক্ষের ব্যাটাররা। প্রথম থেকেই নড়বড়ে দেখায় নাগাল্যান্ডকে। নিয়মিত উইকেট হারায়। সর্বোচ্চ রান সুমিত কুমারের। ৩৬ করেন তিনি। ৫০ ওভারের ম্যাচে অভিষেকেই তিন উইকেট নেন বাংলার সক্ষম চৌধুরী। জোড়া উইকেট করণ লাল এবং আকাশ দীপের। ঈশান পোড়েল, শাহবাজ আহমেদ, প্রদীপ্ত প্রামাণিকরা একটি করে উইকেট পায়। রান তাড়া করতে নেমে শুরুতেই অভিষেক পোড়েলের উইকেট হারায় বাংলা। ১৪ রানে আউট হন উইকেটকিপার ব্যাটার। কিন্তু তারপর আর কোনও উইকেট পড়েনি। দুর্দান্ত ব্যাট করেন সুদীপ কুমার ঘরামি এবং অভিমন্যু ঈশ্বরণ। দ্বিতীয় উইকেটে ১১৬ রান যোগ হয়। দু"জনেই অর্ধশতরান করেন। এই জুটিই বাংলাকে জয় এনে দেয়। মাত্র এক উইকেটের বিনিময়ে ১৮.৫ ওভারে জয়সূচক রানে পৌঁছে যায় বাংলা। ৬২ রানে অপরাজিত থাকেন সুদীপ। ৫৭ রানে নট আউট অভিমন্যু।
