আজকাল ওয়েবডেস্ক: পাঁচ ম্যাচের অ্যাশেজে তিনটিতেই হেরেছে ইংল্যান্ড। সিরিজের ফলাফল এখন ৩-০। এখনও হাতে রয়েছে দু'টি টেস্ট। অস্ট্রেলিয়ার মাটিতে বাজবল ক্রিকেট মুখ থুবড়ে পড়েছে। এই পরিস্থিতিতে ইংল্যান্ডের কোচ বদলের দাবি উঠেছে। এমন পরিস্থিতিতে ইংল্যান্ডের প্রাক্তন স্পিনার মন্টি পানেসর ভারতের প্রাক্তন হেডকোচ রবি শাস্ত্রীর হয়ে সওয়াল করলেন। ম্যাকালামের জায়গায় শাস্ত্রীকেই পছন্দ পানেসরের।
এক সাক্ষাৎকারে শাস্ত্রী বলেন, ''আমার মতে, ইংল্যান্ডের পরবর্তী প্রধান কোচ হওয়া উচিত রবি শাস্ত্রীর।''
অস্ট্রেলিয়ার মাটিতে কোচ হিসেবে শাস্ত্রী সফল। শাস্ত্রীর কোচিংয়ে ২০১৮-১৯ এবং ২০২০-২১ মরশুমে অস্ট্রেলিয়ায় পরপর দু'বার টেস্ট সিরিজ জিতেছে ভারত।
এর পরে সবাই যে শাস্ত্রীর কথাই বলবেন, তা বলাই বাহুল্য। একে তো অ্যাশেজ সিরিজ ১১ দিনে হারতে হয়েছে। তার উপর এবার জোফ্রা আর্চার অ্যাশেজের বাকি দুই টেস্টে খেলতে পারবেন না চোটের জন্য। ব্যাটার অলি পোপ আবার খারাপ ফর্মের জন্য মেলবোর্ন টেস্ট থেকে বাদ পড়েছেন।
অ্যাশেজের তিন টেস্টে ইংল্যান্ডের সেরা বোলার ছিলেন আর্চার। তিন টেস্টে ৮০ ওভার বল করেছেন আর্চার। নিয়েছেন ৯ উইকেট। এদিকে, আর্চারের জায়গায় মেলবোর্ন টেস্টে খেলবেন গাস অ্যাটকিনসন। সঙ্গে থাকবেন বাকি দুই পেসার জশ টং ও ব্রাইডন কার্স। সঙ্গে অধিনায়ক বেন স্টোকস থাকবেন।
শুক্রবার থেকে শুরু হয়ে যাচ্ছে বক্সিং ডে টেস্ট। আর্চারের না থাকাটা ভোগাবে ইংল্যান্ডকে। এমনিতেই মার্ক উড মাত্র ১১ ওভার বল করে চলতি সিরিজ থেকে ছিটকে গিয়েছেন কনুইয়ের চোটের জন্য।
