আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝেই বসছে বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভা। ১ মার্চ মুম্বইয়ে বসবে ওই সভা। তার এক দিন পরেই দুবাইয়ে রয়েছে ভারত–নিউজিল্যান্ড ম্যাচ।
প্রসঙ্গত, বিশেষ সাধারণ সভা ডাকা হয়েছে নতুন যুগ্ম সচিব নির্বাচিত করার জন্য। বোর্ডের সদর দপ্তরে ১ মার্চ দুপুর ১২ টায় বসবে ওই সভা।
দেবজিৎ সইকিয়া বোর্ড সচিব নির্বাচিত হওয়ায় তাঁর ছেড়ে যাওয়া যুগ্ম সচিব পদটি খালি রয়েছে। বোর্ডের নিয়ম বলছে, ৪৫ দিনের মধ্যে খালি পদ পূরণ করতে হয়। ইতিমধ্যেই সমস্ত রাজ্য সংস্থাকে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে, ১ মার্চ দুপুর ১২ টায় বিসিসিআই দপ্তরে নির্বাচন হবে।
এর আগে চলতি বছরেই ১২ জানুয়ারি বিশেষ সাধারণ সভা ডাকা হয়েছিল। বিষয় ছিল নতুন সচিব ও কোষাধ্যক্ষ নির্বাচন। ফের ১ মার্চ হবে বিশেষ সাধারণ সভা। ১২ মাসেরও কম সময়ের মধ্যে হতে চলেছে দ্বিতীয় বিশেষ সাধারণ সভা।
জয় শাহ আইসিসি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় খালি হওয়া বোর্ড সচিব পদে এসেছেন সইকিয়া। এখন সইকিয়ার খালি চেয়ারে কে বসেন সেটাই দেখার।
তবে বৈঠকে রোহিত–বিরাটদের আন্তর্জাতিক কেরিয়ার নিয়ে কোনও আলোচনা হবে কিনা তা জানা যায়নি।
