আজকাল ওয়েবডেস্ক: বোর্ডের তোপের মুখে পড়তে চলেছেন গৌতম গম্ভীর। শনিবার বিসিসিআইয়ের সদর দপ্তরে বৈঠকে বসতে চলেছে বিসিসিআই। বৈঠকে থাকার কথা সভাপতি রজার বিনি, সহ সভাপতি রাজীব শুক্লা, অন্তবর্তী সচিব দেবজিত সইকিয়া, মুখ্য নির্বাচক অজিত আগরকার ও হেড কোচ গৌতম গম্ভীরের।
বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা। তার মধ্যে থাকবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আলোচনা। এছাড়াও গম্ভীরকে একাধিক প্রশ্নের মুখে পড়তে হতে পারে। বোর্ড জিজ্ঞাসা করতে পারে, কেন ২৭ বছর পর শ্রীলঙ্কার কাছে একদিনের সিরিজে হারতে হল। তাছাড়া ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ ও বর্ডার গাভাসকার ট্রফিতে হারের কারণ নিয়ে প্রশ্নবাণ ছুটে আসতে পারে গম্ভীরের দিকে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এমনটাই খবর।
এটা ঘটনা গম্ভীর জমানায় টিম ইন্ডিয়ায় পারফরম্যান্স মোটেই ভাল নয়। একমাত্র টি২০ ছাড়া। একদিনের ক্রিকেট ও টেস্টে ফল একেবারেই ভাল নয়। টেস্টে জয় বলতে শুধু বাংলাদেশের বিরুদ্ধে। তাও ঘরের মাঠে।
শুধু গম্ভীর নয়, প্রশ্নের মুখে পড়বেন অজিত আগরকারও। বৈঠকে বেশ কিছু কড়া সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
সূত্রের খবর, চ্যাম্পিয়ন্স ট্রফির কথা ভেবে গম্ভীর সহ গোটা সাপোর্ট স্টাফকে তাড়ানো না হলেও বোর্ডের কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হবে। এমনকী সিডনির ঘাসের উইকেটে দুই স্পিনার খেলানোর যৌক্তিকতা নিয়েও বৈঠকে প্রশ্ন উঠতে পারে।
সূত্রের খবর, টি২০ আন্তর্জাতিকে সূর্যকুমারকেই অধিনায়ক রাখা হবে। আর বিরাট ও রোহিত আপাতত একদিনের ক্রিকেটে থাকছেন। দুই তারকার টেস্ট ভবিষ্যৎ নিয়েও আলোচনা হতে পারে।
