আজকাল ওয়েবডেস্ক:‌ বোর্ড বাড়তি সুবিধা দিচ্ছে রোহিত, বিরাটকে। এমনই মারাত্মক অভিযোগ তুললেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকার। 


প্রসঙ্গত, চিপকে বাংলাদেশকে ২৮০ রানে হারিয়েছে ভারত। অশ্বিন, বুমরা, জাদেজা, ঋষভ পন্থ, শুভমান গিলরা পারফর্ম করলেও ব্যাট হাতে ডাহা ফেল বিরাট, রোহিত। যেখানে বাকি ক্রিকেটাররা দলীপ খেলে টেস্টে এসেছেন। সেখানে বিরাট, রোহিতরা ছিলেন পুরো বিশ্রামে। এখানেই প্রশ্ন তুলেছেন মঞ্জরেকার। তাঁর অভিযোগ, ভারতীয় ক্রিকেট বোর্ড খ্যাতি ও নামকরা ক্রিকেটারদের বাড়তি গুরুত্ব দেয়। মঞ্জরেকার বলেছেন, ‘‌এই বিষয়ে চিন্তিত নই। তবে এটা হয়ত অনেকেই বলবে, টেস্টে নামার আগে লাল বলের ক্রিকেটে খেলা সবার উচিত ছিল। দলীপ ট্রফিতে সেই বিকল্পও ছিল। তাই একটু সজাগ থাকা উচিত এই বিষয়ে। ভারতীয় ক্রিকেটের উন্নতি ও ক্রিকেটারদের ভাল’‌র বিষয়টি বোর্ডকেই দেখতে হবে। বিরাট ও রোহিত দলীপে খেলল না। এটা ভারতীয় ক্রিকেটের জন্য ভাল বিজ্ঞাপন নয়। দুই ক্রিকেটারের জন্যও বিষয়টা ভাল নয়। দলীপ ট্রফিতে লাল বলে খেলার সুযোগ থাকত। তাহলে হয়ত চেন্নাই টেস্টে দুই ব্যাটার আরও ভাল খেলত।’‌ 


যদিও বিরাট ও রোহিতের যোগ্যতা নিয়ে মঞ্জরেকারের মনে কোনও সংশয় নেই। দুই ক্রিকেটারই যে ঘুরে দাঁড়াবেন তা জানেন তিনি। তাঁর আপত্তি কিছু ক্রিকেটারকে বাড়তি সুবিধা দেওয়া নিয়ে। মঞ্জরেকারের কথায়, ‘‌দুই ব্যাটারই চলতি সিরিজে রানে ফিরবে। এই বিষয়ে সন্দেহ নেই। কিন্তু ভারতীয় ক্রিকেটে এটা দীর্ঘদিন ধরেই চলে আসছে। তারকা ক্রিকেটাররা বাড়তি সুবিধা পায়। এটা বাকি ক্রিকেটারদের মনে প্রভাব ফেলতে পারে।’‌