আজকাল ওয়েবডেস্ক:‌ চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পুরস্কার। টিম ইন্ডিয়াকে ৫৮ কোটি টাকা দেবে বিসিসিআই। বোর্ড বিবৃতিতে জানিয়েছে, ‘‌ক্রিকেটার, কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফ, অজিত আগরকারের নেতৃত্বে নির্বাচক কমিটির সদস্যদের মধ্যে টাকাটা ভাগ করে দেওয়া হবে।’‌


বৃহস্পতিবারই ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে এই ঘোষণা করা হয়েছে। প্রসঙ্গত, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ভারতীয় দল পেয়েছিল ২০ কোটি টাকা। তার প্রায় তিন গুণ বেশি টাকা বোর্ড দিচ্ছে ক্রিকেটার, সাপোর্ট স্টাফদের। 


বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া জানিয়েছেন, ১৫ জন ক্রিকেটার ও হেড কোচ গৌতম গম্ভীর পাবেন ৩ কোটি টাকা করে। বাকি সাপোর্ট স্টাফদের দেওয়া হবে ৫০ লক্ষ টাকা করে। যেমন সহকারি কোচ রায়ান টেন ডশকাটে, অভিষেক নায়ার, ব্যাটিং কোচ সীতাংশু কোটাক, বোলিং কোচ মরনি মরকেলরা পাবেন ৫০ লক্ষ টাকা করে। বাকি সাপোর্ট স্টাফরাও পাবেন ৫০ লক্ষ করে। বিসিসিআই আধিকারিকরা পাবেন ২৫ লক্ষ করে।


বোর্ড সচিব জানিয়েছেন, ‘‌চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা প্রতিটি ক্রিকেটার ও হেড কোচ গৌতম গম্ভীর পাবেন ৩ কোটি টাকা করে। রায়ান টেন ডশকাটে, অভিষেক নায়ার, সীতাংশু কোটাক, মরনি মরকেলরা পাবেন ৫০ লক্ষ করে। বাকি সাপোর্ট স্টাফরাও পাবেন ৫০ লক্ষ করে। বিসিসিআই অফিসিয়ালরা পাবেন ২৫ লক্ষ করে।’‌


প্রসঙ্গত, চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া। গ্রুপের তিনটি ম্যাচেই এসেছিল জয়। তারপর সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দেওয়া। ফাইনালে নিউজিল্যান্ডকে গুড়িয়ে চ্যাম্পিয়ন। পাক ম্যাচে শতরান করেছিলেন বিরাট। অস্ট্রেলিয়া ম্যাচেও দুর্দান্ত খেলেছিলেন। রোহিত আবার ফাইনালে জ্বলে ওঠেন। রাহুল, শ্রেয়স, শুভমানরাও সময় মতো খেলে দিয়েছেন। বরুণ চক্রবর্তী, জাদেজা, অক্ষররা স্পিনে নাকানিচোবানি খাইয়েছেন বিপক্ষকে। তারই স্বীকৃতি স্বরূপ বোর্ড দিল এই পুরস্কার।