আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে একের পর এক বিতর্ক। প্রথমে ভারত কোথায় খেলবে তা নিয়ে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছিল। অবশেষে ঠিক হয় ভারত খেলবে দুবাইয়ে। পরের বিতর্ক রোহিত শর্মার ফটোশুটে অংশ নিতে পাকিস্তান না যাওয়া নিয়ে। এবার শুরু নতুন বিতর্ক। জানা গেছে, ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে জার্সি পরে খেলবে তাতে থাকছে না আয়োজক হিসেবে পাকিস্তানের নাম।
পাকিস্তানের নাম জার্সিতে রাখতে তীব্র আপত্তি জানিয়েছে বিসিসিআই। এরপরই এক পিসিবি আধিকারিক তোপ দেগেছেন। বলেছেন, ভারত খেলার মধ্যেও রাজনীতিকে টেনে আনছে। আয়োজক দেশের নাম জার্সিতে রাখা বাধ্যতামূলক। কিন্তু ভারত তা করতে চাইছে না। পিসিবি আধিকারিকের কথায়, ‘বিসিসিআই ক্রিকেটের মধ্যে রাজনীতিকে টেনে আনছে। এটা খেলার জন্য একেবারেই ভাল নয়। ভারত আগেই জানিয়েছিল পাকিস্তানে খেলতে আসবে না। অধিনায়ককেও উদ্বোধনী অনুষ্ঠানে আসতে দিচ্ছে না। এখন শুনতে পাচ্ছি, ভারত জার্সিতে পাকিস্তানের নাম রাখতে চাইছে না। আমি চাইব আইসিসি এই বিষয়ে হস্তক্ষেপ করুক। আশা পাকিস্তানের বিষয়টা আইসিসি বুঝবে।’
এটা ঘটনা প্রথমে পাকিস্তান তীব্র বিরোধিতা করলেও একে একে ভারতের সব দাবিই মেনে নিয়েছে। তাই হাইব্রিড মডেল মেনে ভারত সব ম্যাচ খেলবে দুবাইয়ে। এমনকী ভারত সেমিফাইনাল কিংবা ফাইনালে উঠলেও সেই খেলা হবে দুবাইয়ে।
