আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে সমাধান সূত্র এখনও বেরোল না। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং বিসিসিআইয়ের মধ্যে এখনও মধ্যস্থতা হয়নি। পিসিবি হাইব্রিড মডেলের প্রস্তাব মেনে নেওয়ার পর আশার আলো দেখা গিয়েছিল। ভারতের খেলা দুবাইয়ে হওয়ার একটা সম্ভাবনা ছিল। কিন্তু পাকিস্তান বোর্ড দাবি করে, এবার থেকে ভারতে যেসব আইসিসি ট্রফি হবে, সেগুলোও যেন হাইব্রিড মডেলেই হয়। পিসিবির এই প্রস্তাব খারিজ করে দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, বিসিসিআই জানিয়ে দিয়েছে পিসিবির এই দাবি মানা সম্ভব নয়। ভারতে অনুষ্ঠিত আইসিসি প্রতিযোগিতা হাইব্রিড মডেলে করা সম্ভব নয়। কারণ দেশে নিরাপত্তাজনিত কোনও সমস্যা নেই। 

রিপোর্টে বলা হয়েছে, 'সূত্রের খবর অনুযায়ী, এই বিষয়ে আইসিসিকে কড়া বার্তা দিয়েছে বিসিসিআই। ভারতীয় বোর্ড জানিয়ে দিয়েছে, ভারতে কোনও নিরাপত্তাজনিত সমস্যা নেই। তাই এই প্রস্তাব মানা সম্ভব নয়। চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে সবাই একটা সমস্যার সমাধান খুঁজছে। কয়েকদিনের মধ্যে আইসিসি তার সুরাহা করার চেষ্টা করছে।' আগামী দশ বছরে ভারতে একাধিক আইসিসি টুর্নামেন্ট হওয়ার কথা আছে। এই তালিকায় রয়েছে মেয়েদের একদিনের বিশ্বকাপ, ২০২৬ টি-২০ বিশ্বকাপ, ২০২৯ চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০৩১ একদিনের বিশ্বকাপ। পাকিস্তান যদি নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে, তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফি হাতছাড়া হওয়ার একটা সম্ভাবনা থাকবে। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফি তাঁদের দেশ থেকে সরিয়ে নেওয়া হলে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহারের হুমকি দেয় পিসিবি।