আজকাল ওয়েবডেস্ক:‌ এক সপ্তাহ স্থগিত থাকার পর ফের শুরু হয়ে যাচ্ছে আইপিএল। ১৭ মে শনিবার থেকে। ভারত–পাক সংঘাতের আবহে আইপিএল স্থগিত হতেই বিদেশি ক্রিকেটাররা দেশে ফিরে গিয়েছেন। তাদের মধ্যে অনেক ক্রিকেটারই আর এই পরিস্থিতিতে ভারতে আইপিএলের বাকি অংশ খেলতে আসতে চাইছেন না। এই অবস্থায় বিসিসিআই ও ফ্রাঞ্চাইজিগুলো সংশ্লিষ্ট ক্রিকেটারদের ক্রিকেট বোর্ডকে চাপ দিতে শুরু করেছে ক্রিকেটারদের ফেরানোর জন্য।


সূত্রের খবর, অজি ক্রিকেটাররা আর খুব একটা আগ্রহ দেখাচ্ছেন না ভারতে আইপিএলের বাকি অংশ খেলতে আসতে। ক্রিকেট অস্ট্রেলিয়াও জানিয়ে দিয়েছে, ক্রিকেটারদের ব্যক্তিগত সিদ্ধান্তে তারা হস্তক্ষেপ করবে না। বিসিসিআই ইতিমধ্যেই আইপিএলের সিওও হেমাঙ্গ আমিনকে নির্দেশ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলতে। যাতে ওই দুই দেশের ক্রিকেটাররা আইপিএলের বাকি অংশ খেলতে ভারতে আসেন সে ব্যাপারে নিশ্চয়তা আদায় করতে। 


এটা ঘটনা আইপিএলের পরিবর্তিত সূচি ঘোষণা হতেই ফ্রাঞ্চাইজিগুলি উঠেপড়ে লেগেছে বিদেশি ক্রিকেটারদের ফেরানোর ব্যাপারে। তবে যে দলগুলি ইতিমধ্যেই প্লে অফের লড়াই থেকে ছিটকে গেছে, সেই দলের বিদেশিরা আর ফিরবেন কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। প্লে অফের লড়াইয়ে থাকা গুজরাট, পাঞ্জাব, আরসিবি, মুম্বই, দিল্লি, লখনউয়ের মতো দলগুলির সুযোগ রয়েছে। 


গত ৯ মে বন্ধ হয়ে গিয়েছিল আইপিএল। আবার তা শুরু হচ্ছে ১৭ মে। বোর্ডের এক কর্তা পিটিআইকে জানিয়েছেন, ‘‌বিদেশের ক্রিকেট বোর্ডগুলির সঙ্গে আমরা কথা বলছি। আর ফ্রাঞ্চাইজিগুলি সরাসরি ক্রিকেটারদের সঙ্গে কথা বলছে।’‌ জানা যাচ্ছে পাঞ্জাবের দুই অজি ক্রিকেটার ইঙ্গলিশ আর স্টোইনিস ভারতে ফিরছেন না। তবে কামিন্স ফিরতে চলেছেন। অন্যদিকে জানসেন, ওমরজাই, বার্টলেট, হার্ডির মতো ক্রিকেটাররা ফিরতে চলেছেন। আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘‌এখন পরিস্থিতি আগের থেকে ভাল। ক্রিকেটাররা ফিরবে বলেই আশা করি।’‌ ফ্রাঞ্চাইজিগুলোও আশাবাদী বেশিরভাগ ক্রিকেটাররাই ফের ভারতে ফিরবেন।