আজকাল ওয়েবডেস্ক:‌ ম্যাচ জিতলেও স্বস্তিতে নেই লখনউ সুপার জায়ান্টস। স্লো ওভাররেটের জন্য জরিমানা হল অধিনায়ক ঋষভ পন্থের। পাশাপাশি ম্যাচ ফি’‌র ৫০ শতাংশ জরিমানা হয়েছে রহস্য স্পিনার দিগবেশ রাঠির।


ঘরের মাঠে এবার প্রথম জয় পেল লখনউ। তাও আবার মুম্বইকে হারিয়ে। ৪ ম্যাচে আপাতত দুই জয় লখনউয়ের। কিন্তু ম্যাচে স্লো ওভাররেটের জন্য অধিনায়ক ঋষভ পন্থের জরিমানা হল ১২ লক্ষ টাকা। আইপিএল ২০২৫ এ এই প্রথম স্লো ওভাররেটের জন্য শাস্তি পেলেন পন্থ। 


দল দুটি ম্যাচ জিতলেও একেবারেই রানে নেই পন্থ। তাঁর অধিনায়কত্বও সমালোচিত হচ্ছে। এর মধ্যেই স্লো ওভাররেটের জন্য জরিমানা হল পন্থের।


এদিকে, মুম্বই ব্যাটার নমন ধীরকে আউট করে ‘‌নোটবুক’‌ সেলিব্রেশনের জন্য ম্যাচ ফি’‌র ৫০ শতাংশ কাটা গেল লখনউ স্পিনার দিগবেশ রাঠির। চলতি আইপিএলে এই সেলিব্রেশন আগেও করেছেন রাঠি। এবার পেলেন শাস্তি। যা আইপিএলের লেভেল ওয়ান অপরাধের মধ্যে পড়ে। ফলে দুই ডিমেরিট পয়েন্ট পেলেন তিনি।
এখনও অবধি এই সেলিব্রেশন করে তিন ডিমেরিট পয়েন্ট পেয়েছেন তিনি। পাঞ্জাবের বিরুদ্ধেও একই কাজ করেছিলেন তিনি। কলকাতার বিরুদ্ধেও যদি উইকেট পাওয়ার পর একইরকম সেলিব্রেশন করেন তাহলে এক ম্যাচ নির্বাসিত হতে হবে তাঁকে।


তবে নতুন নিয়ম অনুযায়ী স্লো ওভাররেটের জন্য অধিনায়কদের আর নির্বাসিত হতে হবে না। তবে মোটা অঙ্কের জরিমানা হবে।