আজকাল ওয়েবডেস্ক: যশস্বী জয়সওয়ালকে আউট দিয়ে প্রবল বিতর্কে বাংলাদেশের তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা। 

মেলবোর্নে  বিতর্কিত শরফুদ্দৌলা ছিলেন তৃতীয় আম্পায়ার। কিন্তু সিডনি টেস্টে তিনিই আবার অন ফিল্ড আম্পায়ার। ম্যাচ পরিচালনা করবেন তিনিই। 

মেলবোর্নে যশস্বীর বিতর্কিত আউট নিয়ে কম জল গড়ায়নি। কেউ যশস্বীর পক্ষে দাঁড়িয়েছেন। কেউ আবার বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলাকে সমর্থন করেছেন। এমন পরিস্থিতিতে বাংলাদেশের আম্পায়ারের হাতেই কোহলি-যশস্বীর বাঁচা-মরা নির্ভর করছে সিডনিতে। 

ডারবানে অনুষ্ঠিত শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা ম্যাচে অন ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করছেন তিনি। ডারবানে শরফুদ্দৌলার সিদ্ধান্তের বিরুদ্ধে ৮ বার রিভিউ নেওয়া হলেও একটি সিদ্ধান্ত বদল হয়নি। পরের ম্যাচে তিনি ছিলেন টিভি আম্পায়ার।

গত অক্টোবরে অনুষ্ঠিত হয়েছিল তিন টেস্টের পাকিস্তান-ইংল্যান্ড সিরিজ। দু'টি ম্যাচে ফিল্ড আম্পায়ার ও এক ম্যাচে টিভি আম্পায়ার ছিলেন তিনি। অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও আম্পায়ারিং করেন তিনি। 

এর আগে ওয়ানডে বিশ্বকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপেও আম্পায়ারিং করেন শরফুদ্দৌলা। ২০১০ সালে অভিষেক ঘটে।  বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়েই শুরু হয়েছিল অভিযান। বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে তাঁর নাম যুক্ত হয়েছে মার্চে।

ভাঙনের মুখে জয়সওয়াল একদিক ধরে রেখেছিলেন তিনি। প্যাট কামিন্সের বাউন্সারে উইকেটকিপার অ্যালেক্স ক্যারের কাছে যশস্বীর  ক্যাচের আবেদন করে অস্ট্রেলিয়া। অন ফিল্ড আম্পায়ার আউট দেননি। কামিন্স রিভিউ নেন। 
রিপ্লেতে দেখা যায় বল ব্যাট ও গ্লাভস ছুঁয়েছে। শরফুদ্দৌলাও সিদ্ধান্ত নেওয়ার সময় জানান, তিনি স্পষ্ট করেই দেখতে পেয়েছেন বলের গতিপথ পরিবর্তন হয়েছে। তবে আরও নিশ্চিত হওয়ার জন্য তিনি স্নিকোর সাহায্য চান।

তখনই যত গন্ডোগোল তৈরি হয়।  স্নিকোতে ধরা পড়েনি যে বল ব্যাটে লেগেছে। স্নিকোর তোয়াক্কা না করেই শরফুদ্দৌলা আউট দিয়ে দেন যশস্বীকে। ভারতের ব্যাটারকে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে। যদিও অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং কিন্তু আম্পায়ারের সিদ্ধান্তকে সমর্থনই করেছেন।