আজকাল ওয়েবডেস্ক: ইতিহাসের পাতায় নাম লেখালেন লিটন দাসরা। বিশ্বক্রিকেটের ইতিহাসে প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজ জিতল বাংলাদেশ। দ্বিতীয় টি-২০ ম্যাচে আট রানের রুদ্ধশ্বাস জয় তুলে নেয় ওপার বাংলার দল। এর আগে পাকিস্তানের বিরুদ্ধে সংক্ষিপ্ত ফরম্যাটে সিরিজ জেতেনি বাংলাদেশ। জয়ের ফলে ২-০ তে এগিয়ে গেলেন লিটনরা। টসে জিতে ফিল্ডিং নেয় পাকিস্তান। শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। মাত্র ২৮ রানে ৪ উইকেট হারায়। জাকির আলি এবং মেহদি হাসানের পার্টনারশিপ ম্যাচে ফেরায়। পঞ্চম উইকেটে ৫৩ রান যোগ করে এই জুটি। ৪৮ বলে ৫৫ রান করেন জাকির। ইনিংসে ছিল পাঁচটি ছয় এবং একটি চার। ২৫ বলে ৩৩ করেন মেহদি। ছিল দুটো ছয় এবং চার।
এই দু'জনের ব্যাটে ভর করে কিছুটা স্বাভাবিক ছন্দে ফেরে বাংলাদেশ।১৬.২ ওভারে একশোর গণ্ডি পেরোয়। কিন্তু মেহদি আউট হওয়ার পর আবার তাঁদের ব্যাটিংয়ে ধস নামে। নির্ধারিত ওভারে ১৩৩ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। জোড়া উইকেট নেন সলমন মির্জা, আহমেদ দানিয়াল এবং আব্বাস আফ্রিদি। রান আয়ত্তের মধ্যেই ছিল। কিন্তু রান তাড়া করতে নেমে বিপাকে পড়ে পাকিস্তান। টপ অর্ডারে ধস নামায় শরিফুল ইসলাম এবং তানজিম হাসান শাকিব। ১১.৫ ওভারে ৪৭ রানে ৭ উইকেট হারায় পাকিস্তান। ফাহিম আশরাফ এবং আব্বাস কিছুটা লড়াই করার চেষ্টা করে। ৩২ বলে ৫১ রান করেন আশরাফ। ১৩ বলে ১৯ করেন আব্বাস। অষ্টম উইকেটে ৪১ রান যোগ করে এই জুটি। কিন্তু এটা জয়ের জন্য যথেষ্ঠ ছিল না। ১৯.২ ওভারে ১২৫ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শরিফুলের। ১৭ রানে ৩ উইকেট তুলে নেন। তানজিম এবং মেহদি দুটো করে উইকেট নেয়। কঠিন সময় অর্ধশতরান করে দলকে লড়াইয়ে ফেরানোয় ম্যাচের সেরা হন জাকির।
ক্রমশ তলিয়ে যাচ্ছে পাকিস্তানের ক্রিকেট। একের পর এক ব্যর্থতা। আন্তর্জাতিক মঞ্চে বহুদিন ধরে পারফরম্যান্স গ্রাফ পড়তির দিকে। আইসিসি ট্রফিতে কোনও সাফল্য নেই। এবার দ্বিপাক্ষিক সিরিজেও ব্যর্থতা। তাও আবার বাংলাদেশের বিরুদ্ধে। টি-২০ ক্রিকেটের ইতিহাসে এর আগে বাংলাদেশের কাছে কোনওদিন সিরিজ হারেনি পাকিস্তান। কিন্তু এদিন সেই সাক্ষীও থাকতে হল। যত দিন যাচ্ছে, ততই রসাতলে যাচ্ছে পাকিস্তানের ক্রিকেট। সেটা যে ফরম্যাটই হোক না কেন। পাকিস্তান ক্রিকেটের খোল-নলচে বদলে ফেলতে চাইছে পিসিবি। দুই সিনিয়র ক্রিকেটার বাবর আজম, মহম্মদ রিজওয়ানদের বাদ দিয়ে টি-২০ দল গড়া হয়েছে। কিন্তু তাতেও সাফল্য নেই। বরং, একের পর এক ব্যর্থতা। এবার মিরপুরে লজ্জার হারের সাক্ষী থাকতে হল পাকিস্তানের ক্রিকেটকে।
