আজকাল ওয়েবডেস্ক:‌ বিসিসিআইয়ের ফের লক্ষ্মীলাভ। এবার ‘অফিশিয়াল কালার পার্টনার’ হিসেবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (‌বিসিসিআই)‌ সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছে এশিয়ান পেইন্টস। 


অনলাইন গেমিং সংস্থার সঙ্গে চুক্তি ভাঙার পর অ্যাপোলো টায়ার্স ভারতীয় ক্রিকেট দলের জার্সির মূল স্পনসর। সেই জন্য ৫৭৯ কোটি দিচ্ছে ওই সংস্থা। এর বাইরে আরও কয়েকটি সংস্থার সঙ্গে চুক্তি রয়েছে বোর্ডের। যার মধ্যে আছে ক্যাম্পা, এসবিআই লাইফ ও অ্যাটমবার্গ। এদের মাধ্যমে বোর্ডের আয় হয় যথাক্রমে ৪৮ কোটি, ৪৭ কোটি ও ৪১ কোটি। এবার এশিয়ান পেইন্টসের সঙ্গে ৪৫ কোটি টাকার চুক্তি হওয়ায় বোর্ডের আয় দাঁড়াল ১৮০ কোটি টাকা।


জানা গিয়েছে, আগামী তিন বছর বোর্ডের সঙ্গে চুক্তি থাকবে ওই রং প্রস্তুতকারক সংস্থার। ওই সময়ে ভারতের মাটিতে ভারতের পুরুষ দল, মহিলা দল ও ঘরোয়া ক্রিকেটে মোট ১১০টি ম্যাচের জন্য তারা চুক্তিবদ্ধ থাকবে।
এটা ঘটনা, অ্যাপোলো টায়ার্স স্পনসর হিসেবে বিসিসিআইকে ম্যাচ পিছু ৪.৫ কোটি টাকা দেয়। যেখানে ড্রিম ১১ দিত ম্যাচ পিছু ৪ কোটি টাকা। ২০২৮ সাল পর্যন্ত নতুন স্পনসরের সঙ্গে চুক্তি হবে। সব মিলিয়ে ৫৭৯ কোটি টাকা দিতে হবে। এই সময়কালের মধ্যে ভারতীয় দলের ১৩০টি ম্যাচ থাকবে। 


প্রসঙ্গত, ড্রিম ১১–এর সঙ্গে আগামী বছরের মার্চ পর্যন্ত বিসিসিআইয়ের চুক্তি ছিল। প্রধান স্পনসর হিসাবে তিন বছরে ৩৫৮ কোটি টাকার চুক্তি ছিল দু’পক্ষে। অন্যদিকে, মাই ১১ সার্কেল অ্যাসোসিয়েট স্পনসর হিসাবে পাঁচ বছরের জন্য বিসিসিআইয়ের সঙ্গে চুক্তি ছিল। কিন্তু ‘দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল’ পাশ হওয়ার পর এই দুই সংস্থাই বৈধতা হারিয়েছে।