আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের মাঝামাঝি বড় বিতর্কে জড়ালেন পাঞ্জাব কিংসের পেসার অর্শদীপ সিং।
এক মহিলার সঙ্গে চ্যাট করছিলেন পাঞ্জাবি পেসার। সেই রহস্যময়ী মহিলা তারকা ক্রিকেটারের চ্যাট ফাঁস করেছেন।
সেই কথোপকথন এখন ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রামে অর্শদীপ সেই রহস্যময়ী মহিলার বাড়ি কোথায় জানতে চেয়েছিলেন।
অর্শদীপ যে রহস্যময়ী মহিলার সঙ্গে চ্যাট করেছেন, তা কেউই জানতেন না। কিন্তু সেই মহিলাই তা ফাঁস করেন সোশ্যাল মিডিয়ায়।
সেই মহিলা ভিডিওর মাধ্যমে প্রমাণ দেন অর্শদীপ তাঁর সঙ্গে চ্যাট করেছেন। চ্যাটের বিষয়বস্তুও তিনি সামনে আনেন।
কোনও কোনও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী জানান, অর্শদীপের সঙ্গে সম্পর্ক রয়েছে সেই মহিলার।
কিন্তু দু'জনের মধ্যে যে সম্পর্ক রয়েছে, তার কোনও প্রমাণ নেই। কোনও মহিলার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় কথাবার্তা বলছেন অর্শদীপ, তা এই প্রথমবার প্রকাশ্যে এল।
Snappreet singh exposed ???????????????? pic.twitter.com/BGYp2H4JGL
— Simpman Sandhu (@cheersgayleee)Tweet by @cheersgayleee
সেই ভিডিওয় মহিলাটি অর্শদীপের চ্যাট তুলে ধরেন। সেখানে দেখা গিয়েছে, অর্শদীপ জিজ্ঞাসা করছেন, ''কেমন আছো?'' উত্তরে সেই মহিলা ইমোজি দিয়ে উত্তর দেন। তার পরেই অর্শদীপ জিজ্ঞাসা করেন, ''তোমার বাড়ি কোথায়?'' সেই মহিলার তুরন্ত জবাব, ''আমি আমার বাড়িতেই রয়েছি। আমার বাড়িতে কয়েকজন অতিথি এসেছিলেন। সেই জন্য অনেক সকালে ঘুম থেকে উঠতে হয়েছে।''
সোশ্যাল মিডিয়ায় সেই মহিলার দাবি ঘিরে রীতিমতো চর্চা শুরু হয়। কিন্তু অর্শদীপ সিংকে সরকারিভাবে কোনও মন্তব্য করতে দেখা যায়নি। তিনি আইপিএল খেলছেন। সেই কারণে জিজ্ঞাসা করা সম্ভব হয়নি সেই মহিলার সঙ্গে সত্যি সত্য়িই অর্শদীপ কথা বলেছিলেন কিনা।
সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের কেউ কেউ দ্বিধাবিভক্ত সেই মহিলার দাবির পরে। কেউ বলছেন, মহিলার বাড়ি কোথায় জিজ্ঞাসা করে অর্শদীপ মোটেও ঠিক কাজ করেননি।
