আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডে পৌঁছেই অনুশীলন চালাচ্ছে টিম ইন্ডিয়া। অনুশীলনে হালকা চোট পেয়েছিলেন ঋষভ পন্থ। এখন অবশ্য তিনি ভাল আছেন।
২০ জুন থেকে হেডিংলিতে শুরু হবে প্রথম টেস্ট। অর্শদীপ সিং এই প্রথমবার টেস্ট দলে সুযোগ পেয়েছেন। বর্ডার গাভাসকার ট্রফিতে খেলা হর্ষিত রানা কিংবা মহম্মদ সামিকে না নিয়ে অর্শদীপকে সুযোগ দেওয়া হয়েছে। বুমরা, প্রসিধ কৃষ্ণা, মহম্মদ সিরাজের সঙ্গে অর্শদীপ সিং থাকবেন পেস অ্যাটাকের দায়িত্বে। নেটে বাড়তি খাটছেন অর্শদীপ। বোলিং করে চলেছেন অধিনায়ক শুভমান গিল ও সাই সুদর্শনকে।
বিসিসিআইয়ের তরফে পোস্ট করা ভিডিওয় অর্শদীপ বলেছেন, ‘নেটে ব্যাটারদের সঙ্গে জোর টক্কর চলছে। এটা উপভোগ করছি। নেটে আমরা ব্যাটারদের আউট করার পরিকল্পনা করছি। সাইকে নেটে বেশ সংযত দেখাচ্ছে। সবে দলে এসেছে। আর অধিনায়ক যথেষ্ট পরিণত ব্যাটিং করছে। আর আমরাও নানা পরিকল্পনা করছি।’
সাদা বলের ক্রিকেটে এতদিন খেলার পর লাল বলের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা। অর্শদীপের কথায়, ‘শরীরকে এখন ছন্দে আনার চেষ্টা করছি। লাল বলের ক্রিকেটটা একেবারে অন্যরকম।’
অর্শদীপের কথায়, ‘যখন বল করি তখন সেরাটা দেওয়ার চেষ্টা করি। মনে করি আমিই সেরা। কিন্তু বুমরা যখন দলে থাকে তখন এই তুলনাই আসে না। তখন মূল বিষয়টাই হল আরও ভাল বল করে দলকে সাহায্য করা।’
