আজকাল ওয়েবডেস্ক: রাত পোহালেই শুরু ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট। তার আগে মেজাজ হারালেন অর্শদীপ সিং। একজন ফ্যানকে কড়া ভাষায় জবাব দিলেন। যদিও উত্তরটা ছিল মজার ছলেই। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের অঙ্গ হলেও প্রথম টেস্টে খেলেননি। তারমধ্যে একজন তাঁর ফোকাস নিয়ে প্রশ্ন করে। তারই কড়া জবাব দেন অর্শদীপ। ঠিক কী বলেছিলেন তিনি? সোশ্যাল মিডিয়ায় এক সমর্থক লেখেন, 'ঘুরে বেড়িয়ে কিছু হবে না, ম্যাচ জেতাও।' তার উত্তরে ভারতীয় পেসার লেখেন, 'ঠিক আছে বেটা জি।' এই বাক্যালাপের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় নিজের স্টোরিতে শেয়ার করেন অর্শদীপ নিজেই।
কয়েকদিন আগে বার্মিংহ্যামে টিম ইন্ডিয়ার প্র্যাকটিসে মজাদার মুহূর্ত ভাগ করে নেন অর্শদীপ। একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল। সেখানে অর্শদীপ এবং আকাশ দীপকে বোলিং কোচ মর্নি মরকেলের সঙ্গে কুস্তি লড়তে দেখা যায়। পরে বিসিসিআইয়ের পোস্ট করা ভিডিওতে ঠিক কী ঘটেছিল জানান তারকা পেসার। দ্বিতীয় টেস্টে দলে কয়েকটা পরিবর্তন হবে। তবে অর্শদীপ খেলবেন কিনা এখনও জানা নেই। দ্বিতীয় টেস্টে তাঁকে খেলানোর পক্ষে ইরফান পাঠান। নিজের ইউ টিউব চ্যানেলে তাঁর কন্ট্রোল এবং সুইংয়ের প্রশংসা করেন। জানান, তিনি ভারতীয় বোলিং আক্রমণে বৈচিত্র আনতে পারেন। এজবাস্টনের পরিস্থিতি পেসারদের সাহায্য করবে। তাই অর্শদীপের বাঁ হাতি পেস দলকে সাহায্য করতে পারে। দ্বিতীয় টেস্টে লাল বলের ক্রিকেটে তাঁর অভিষেক নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের ওপর।
