আজকাল ওয়েবডেস্ক: বর্ডার গাভাসকার ট্রফির পর বর্তমানে বিজয় হাজারে ট্রফিতে দেখা যাচ্ছে ভারতীয় তারকাদের। ভদোদরায় শনিবার মহারাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচ ছিল পাঞ্জাবের। আর শুরুতেই নতুন বলে এক প্রকার ঝড় তুললেন টিম ইন্ডিয়ার তারকা পেসার অর্শদীপ সিং। প্রথম ওভারের শেষ বলেই মহারাষ্ট্রের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়কে সাজঘরে পাঠালেন তিনি। মাত্র পাঁচ বল খেলে পাঁচ রান করে প্যাভিলিয়নে ফেরেন গায়কোয়াড়। এদিন পাঞ্জাব অধিনায়ক অভিষেক শর্মা টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। মহারাষ্ট্রের ইনিংসের শুরুটা খুব একটা ভাল হয়নি।

 

প্রথম ওভারেই অর্শদীপ দুর্দান্ত আউটসুইঙ্গারে গায়কোয়াড়কে আউট করেন। তার আগে একাধিকবার পরাস্ত করেন তারকা ব্যাটারকে। একবার গায়কোয়াড়ের ইনসাইড এজ স্টাম্পের পাশ দিয়ে বেরিয়ে যায়। ওভারের শেষ বলে অর্শদীপের চমৎকার ডেলিভারি গায়কোয়াড়ের ব্যাটের লাইনের বাইরে দিয়ে বেরিয়ে যায়। রুতুরাজ বলটি ইনসুইং ভেবে খেলতে গিয়ে পুরোপুরি লাইন মিস করেন। বল সোজা গিয়ে অফ স্টাম্প উড়িয়ে দেয়। চলতি টুর্নামেন্টে ফর্ম খারাপ যাচ্ছে গায়কোয়াড়ের।

?ref_src=twsrc%5Etfw">January 11, 2025

 

বিসিসিআই ডোমেস্টিক তাদের এক্স হ্যান্ডেলে গায়কোয়াড়ের আউটের ভিডিও শেয়ার করে লিখেছে, ‘দুর্দান্ত বোলিং!’। এর আগে আইপিএলে অর্শদীপ সিং তিনবার গায়কোয়াড়কে আউট করেছেন। পাঞ্জাব কিংসের হয়ে নতুন বলে একাধিকবার সমস্যায় ফেলেছেন চেন্নাই সুপার কিংস অধিনায়ককে। এদিন রুতুরাজকে আউট করার পর পরের ওভারেই ফের আরও একটি উইকেট তুলে নেন অর্শদীপ। তাঁর বোলিংয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে বিসিসিআই।