আজকাল ওয়েবডেস্ক: প্যারিস অলিম্পিকে তৃতীয় দিনটা খুব একটা ভাল গেল না ভারতের জন্য। এদিন পদকের দাবিদার ছিলেন দুই ভারতীয় অ্যাথলিট। তবে আশা জাগিয়েও পদক এল না ভারতের দখলে। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে এদিন ফাইনালে নেমেছিলেন রমিতা জিন্দাল। একটি মাত্র খারাপ শট তাঁকে নামিয়ে দেয় সোজা সপ্তম স্থানে। সেখান থেকে টাইব্রেকারে ছিটকে যান তিনি। অন্যদিকে, পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে শুরু থেকেই দুর্দান্ত ফর্মে ছিলেন অর্জুন বাবুতা।









প্রত্যেকটি শট ১০ পয়েন্টের ওপরে ছিল তাঁর। দ্বিতীয় স্থানে থেকে রূপো জয় একসময় নিশ্চিত মনে হচ্ছিল। প্রথম স্থানে থাকা চিনের প্রতিযোগীর সঙ্গে .১ পয়েন্টের তফাৎ ছিল তাঁর। সেখান থেকে একটি ৯.৯ এবং একটি ৯.৫ পয়েন্ট তাঁকে ছিটকে দেয় পদকের রেস থেকে। চতুর্থ স্থানে শেষ করেন তিনি।








তবে ১০ মিটার এয়ার পিস্তলের দলগত বিভাগে পদকের স্বপ্ন দেখাচ্ছেন মানু ভাকের এবং সর্বজ্যোৎ সিং। মঙ্গলবার দুপুর ১টা নাগাদ শুরু হবে ফাইনাল। সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টির ম্যাচ বাতিল হয়ে গিয়েছে। অন্যদিকে, প্রতিযোগী নাম তুলে নেওয়ায় ব্যাডমিন্টন সিঙ্গলসে পয়েন্ট পাননি লক্ষ্য সেন। খাতায় কলমে এখনও অলিম্পিক শুরুই হয়নি তাঁর।