আজকাল ওয়েবডেস্ক: সদ্য বাবা হয়েছেন তিনি। মেয়ের নাম রাখলেন ইন্দিরা। মহমেডান স্পোর্টিংয়ের আর্জেন্টাইন ফুটবলার অ্যালেক্সিজ গোমেজের এহেন নাম নির্বাচন দেখে কলকাতা ময়দান এককথায় আবেগপ্রবণ। দক্ষিণ আমেরিকা থেকে অ্যালেক্সিজের আগেও এই বঙ্গে খেলতে এসেছেন একাধিক ফুটবলার। ইউনাইটেড স্পোর্টসে খেলে গিয়েছিলেন কোস্টারিকার বিশ্বকাপার কার্লোস হার্নান্দেজ। তাঁর মেয়ের নাম ছিল লক্ষ্মী।
সাদা-কালো শিবিরের তারকা ফুটবলার অ্যালেক্সিজ সদ্যোজাত কন্যার নাম রাখলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নামে। আজকাল ডিজিটালকে আর্জেন্টাইন ফুটবলার বলেন, ''ইন্দিরা নামটা আমার আর আমার স্ত্রী মারিয়ানেলার খুব পছন্দের। ইন্দিরা গান্ধীর সম্পর্কে আমরা জানি। আমরা দু'জনে আলোচনা করেই মেয়ের নাম রেখেছি ইন্দিরা।''
ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বি ম্যাচ খেলার পরদিনই আর্জেন্টিনার বিমানে উঠে পড়েন অ্যালেক্সিজ। আগামী ২৬ তারিখ হয়তো কলকাতা ফিরবেন তিনি। আর্জেন্টিনার জাতীয় দলের খেলোয়াড় এনজো ফার্নান্দেজের বন্ধু তিনি।
তাঁর সঙ্গে যখন যোগাযোগ করা হয়, তখন মেসির দেশে সকাল এগারোটা। মহমেডানের ফুটবলার বলেন, ''আমরা হাসপাতালেই রয়েছি। মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখীতম ব্যক্তি আমি।''
মহমেডান স্পোর্টিং ক্লাবের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় অ্যালেক্সিজকে অভিনন্দন জানিয়ে লেখা হয়েছে, ''আমাদের খেলোয়াড় অ্যালেক্সিজকে অভিনন্দন। তোমাদের সুস্থতা ও সুখ কামনা করি।''
