আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনার কাছে ৬-০ গোলে বিধ্বস্ত হয়েছে ব্রাজিল।
মহাদেশীয় চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এর আগে এত বড় ব্যবধানে কখনও হারেনি ব্রাজিল। এর আগে তিন গোলের বেশি ব্যবধানে হেরেছে ঠিকই। কিন্তু ৬ গোল! নৈব নৈব চ।
দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শেষবার কোনও দল হাফ ডজন গোল খেয়েছে সেই ২০১৩ সালে। কলম্বিয়া ৬-০ হারিয়েছিল বলিভিয়াকে।
এর আগে নীল-সাদা জার্সিধারীরা ৬ গোল দিতে পারেনি পেলের দেশকে। সে অনূর্ধ্ব-১৫-ই হোক বা সিনিয়র জাতীয় দল। ১৯৪০ সালে রোকা কাপে ব্রাজিলকে ৬-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। ওই জয়টাই এত দিন ব্রাজিলের বিরুদ্ধে বড় জয় বলে গণ্য হত আর্জেন্টিনার। কিন্তু এদিন আগের রেকর্ডকেও ছাপিয়ে গেল মেসির দেশ।
ব্রাজিল ও আর্জেন্টিনার রেষারেষির কথা সবারই জানা। নীল-সাদা জার্সিধারীদের কাছে এভাবে বিধ্বস্ত হওয়ায় ব্রাজিলের সংবাদমাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। হোক না সে অনূর্ধ্ব ২০!
আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ দলের কোচ দিয়েগো প্লাসেন্তে। এটাই তাঁর প্রথম ম্যাচ ছিল। চির প্রিতদ্বন্দ্বী দেশকে হারিয়ে শুরুটা করতে চান সব কোচই। স্বপ্নের মতো ব্যাপার। প্লাসেন্তেই সেটাই করলেন। ১১ মিনিটের মধ্যেই ৩ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। বিরতির পর ৫২, ৫৪ ও ৭৮ মিনিটে আরও তিন গোল করে আর্জেন্টিনা।
চিলিতে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব ২০ বিশ্বকাপ। দক্ষিণ আমেরিকার এই চ্যাম্পিয়নশিপের সেরা চারটি দলকে খেলতে দেখা যাবে বিশ্বকাপে।
