আজকাল ওয়েবডেস্ক: নবি মম্বইয়ে বিশ্বজয়ের ঘোর এখনও কাটেনি স্মৃতি মান্ধানা-জেমিমাদের। বিশ্বকাপ হাতে তাঁরা ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরে জেমিমা লিখেছেন, ''আমরা কি এখনও স্বপ্নই দেখছি?'' হরলীন দেওল জেমিমা, অরুন্ধতী রেড্ডি, রাধা যাদব ও স্মৃতি মান্ধানাদের উদ্দেশে ট্যাগ করে লিখেছেন, ''গাইজ উই ওননননন।''
ঘরের মাঠে বিশ্বজয়ের পর থেকে অভিনন্দনের জোয়ারে ভাসছেন হরমনপ্রীতরা। ইতিহাস তৈরি হতে দেখে রোহিতের চোখে জল চলে এসেছিল। বিরাট কোহলি, শচীন তেণ্ডুলকররা অভিনন্দন জানিয়েছেন মহিলা ক্রিকেটারদের।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Jemimah Jessica Rodrigues (@jemimahrodrigues)
শচীন লিখলেন, ''১৯৮৩ সালের ঐতিহাসিক জয় যেমন এক প্রজন্মকে স্বপ্ন দেখতে ও সেই স্বপ্নকে তাড়া করতে অনুপ্রাণিত করেছিল, আজ ভারতের মহিলা ক্রিকেট দল সেই ইতিহাস নতুন করে লিখল। তাঁদের এই সাফল্য দেশের অগণিত কন্যাকে অনুপ্রাণিত করবে হাতে ব্যাট-বল তুলে নিতে, মাঠে নামতে, এবং বিশ্বাস রাখতে—একদিন তাঁরাও সেই বিশ্বকাপ ট্রফি তুলে ধরতে পারবে। এই জয় নিঃসন্দেহে ভারতীয় মহিলা ক্রিকেটের যাত্রাপথে এক ঐতিহাসিক মাইলফলক। অভিনন্দন টিম ইন্ডিয়া! তোমরা পুরো দেশকে গর্বিত করেছ।''
অভিনন্দন জানিয়ে বিরাট কোহলি লিখেছেন, ''ভারতের মেয়েরা ইতিহাস গড়লেন! তাঁদের এই ঐতিহাসিক সাফল্যে গর্বে ভরে উঠেছে গোটা দেশ। বহু বছরের পরিশ্রম ও অধ্যবসায় আজ বাস্তবের রূপ নিয়েছে। অধিনায়ক হরমনপ্রীত কৌর এবং গোটা দলকে আন্তরিক অভিনন্দন। শুধু খেলোয়াড়রা নয়, দলের সঙ্গে যুক্ত সমগ্র সাপোর্ট স্টাফ ও ম্যানেজমেন্টকেও ধন্যবাদ জানানো উচিত, যাঁদের অক্লান্ত পরিশ্রমের ফল এই জয়। ওয়েল প্লেড টিম ইন্ডিয়া। এই ঐতিহাসিক মুহূর্ত উপভোগ করো হৃদয়ভরে। দেশের অসংখ্য কন্যা এই জয় দেখে অনুপ্রাণিত হবে ক্রিকেটসহ অন্যান্য খেলাধুলায় নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে।''
গোটা দেশ রাত জেগেছে। রাত জেগেছে শিলিগুড়িও। যাঁরা ইতিহাস তৈরি করলেন, তাঁদেরই বিশ্বাস হচ্ছে না যে স্বপ্ন সত্যি করে ফেলেছেন তাঁরা।