আজকাল ওয়েবডেস্ক: নবি মম্বইয়ে বিশ্বজয়ের ঘোর এখনও কাটেনি স্মৃতি মান্ধানা-জেমিমাদের। বিশ্বকাপ হাতে তাঁরা ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরে জেমিমা লিখেছেন, ''আমরা কি এখনও স্বপ্নই দেখছি?'' হরলীন দেওল জেমিমা, অরুন্ধতী রেড্ডি, রাধা যাদব ও স্মৃতি মান্ধানাদের উদ্দেশে ট্যাগ করে লিখেছেন, ''গাইজ উই ওননননন।'' 

ঘরের মাঠে বিশ্বজয়ের পর থেকে অভিনন্দনের জোয়ারে ভাসছেন হরমনপ্রীতরা। ইতিহাস তৈরি হতে দেখে রোহিতের চোখে জল চলে এসেছিল। বিরাট কোহলি, শচীন তেণ্ডুলকররা অভিনন্দন জানিয়েছেন মহিলা ক্রিকেটারদের। 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Jemimah Jessica Rodrigues (@jemimahrodrigues)