আজকাল ওয়েবডেস্ক: বর্ডার গাভাসকার ট্রফির চতুর্থ টেস্টে বর্তমানে মেলবোর্নে রয়েছেন বিরাট পত্নী অনুষ্কা শর্মা। সঙ্গে রয়েছেন ভামিকা এবং আকায়ও। শনিবার টেস্টের তৃতীয় দিনে শতরান করেছেন নীতীশ রেড্ডি। মাঠে বসেই স্বচক্ষে সেই শতরান দেখেছেন তাঁর পরিবার। তবে তার আগে বিরাট পত্নী এবং বলিউড তারকা অনুষ্কা শর্মার সঙ্গে ছবি তুলতে দেখা গিয়েছে নীতীশের পরিবারকে। তবে শুধু অনুষ্কা নয়, মেলবোর্নে দেখা গিয়েছে কেএল রাহুলের স্ত্রী আথিয়া শেট্টিকেও। নীতীশ কুমার রেড্ডির বাবা মুতিয়ালা রেড্ডি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে এমসিজিতে তোলা ছবিটি শেয়ার করেছেন। ছবিতে অনুষ্কাকে সাদা টপ, ডেনিম প্যান্ট এবং কালো ফ্ল্যাট জুতো পরিহিত অবস্থায় দেখা গিয়েছে। ছবির ক্যাপশনে নীতীশের বাবা লিখেছেন, ‘একটি দারুণ মুহূর্ত’।
অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি চলতি অস্ট্রেলিয়া সফরেই দম্পতি তাঁদের সপ্তম বিবাহবার্ষিকী উদযাপন করেছেন। বক্সিং ডে টেস্টের আগে, মেলবোর্নে ক্রিসমাসের দিন একসঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে বিরাট ও অনুষ্কাকে। উল্লেখ্য, মেলবোর্ন টেস্টের তৃতীয় দিনে জীবনের প্রথম শতরান করলেন নীতীশ কুমার রেড্ডি। দিনের শেষে ১০৫ রানে অপরাজিত রয়েছেন তিনি। অজি পেসার স্কট বোলান্ডকে চার মেরে শতরান করেন রেড্ডি। এরপরই অভিনব কায়দায় সেলিব্রেশন। গ্যালারিতে তখন উচ্ছ্বাসে ফেটে পড়েন তাঁর বাবা। তিনি জানান, ‘পরিবারের কাছে এটা বিশেষ দিন। এই দিনটার কথা কোনওদিন ভুলতে পারব না। ১৪–১৫ বছর বয়স থেকেই নীতীশ ভাল ক্রিকেট খেলতে শুরু করেছিল। সেটা বজায় রাখল আন্তর্জাতিক ক্রিকেটেও। বিশেষ অনুভূতি।’
