আজকাল ওয়েবডেস্ক: আর পতৌদি ট্রফি নয়। ভারত ও ইংল্যান্ড দ্বৈরথ এবার থেকে পরিচয় পাবে অ্যান্ডারসন-তেন্ডুলকার ট্রফি নামে। সদ্য ঘোষিত হয়েছে ‘অ্যান্ডারসন–তেন্ডুলকর ট্রফি’, যা এখন থেকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক টেস্ট সিরিজের প্রধান পুরস্কার হিসেবে প্রদান করা হবে। ২০০৭ থেকে ২০২৪ পর্যন্ত ইংল্যান্ডে অনুষ্ঠিত সিরিজগুলিতে দেওয়া হত পতৌদি ট্রফি। শুক্রবার শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড সিরিজ। তার আগে এদিন নতুন ট্রফির আনুষ্ঠানিক উদ্বোধন করেন শচীন তেন্ডুলকর ও জেমস অ্যান্ডারসন।
ট্রফিতে শচীনের বিখ্যাত কভার ড্রাইভ এবং অ্যান্ডারসনের বোলিং অ্যাকশনের ছবি খোদাই করা রয়েছে, পাশাপাশি রয়েছে তাঁদের স্বাক্ষরও। ট্রফিটি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে। ইংল্যান্ডে এতদিন দুই দেশ লড়াই করত পতৌদি ট্রফির জন্য। ভারতে খেলা হত অ্যান্টনি ডি মেলো ট্রফি। তবে এখন থেকে সব টেস্ট সিরিজেই থাকবে এই একক অ্যান্ডারসন–তেন্ডুলকর ট্রফি। তবে একেবারে মুছে ফেলা হচ্ছে না পতৌদি পরিবারের নাম। সিরিজের বিজয়ী অধিনায়ককে ‘পতৌদি মেডেল’ প্রদান করা হবে বলে জানা গিয়েছে।
চলতি সিরিজ থেকেই শুরু হবে এই মেডেল দেওয়া। শচীন তেন্ডুলকর এক সাক্ষাৎকারে জানান, ‘পতৌদি পরিবার ও তাদের ঐতিহ্যকে সম্মান জানাতে দু’পক্ষ মিলে এই সিদ্ধান্ত নিয়েছেন’। এমনকি, আইসিসি চেয়ারম্যান জয় শাহও এই সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শচীন জানান, ‘টেস্ট ক্রিকেট থেকেই আমি সহনশীলতা, ধৈর্য, এবং পুনরায় ঘুরে দাঁড়াবার ক্ষমতা শিখেছি। এই ফরম্যাটে জীবনের প্রতিফলন রয়েছে। ভারত ও ইংল্যান্ড টেস্ট ক্রিকেটকে যে উচ্চতায় নিয়ে গেছে, তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক প্রেরণা’।
এই সম্মান পেয়ে আবেগাপ্লুত অ্যান্ডারসন বলেন, ‘আমার এবং আমার পরিবারের জন্য এটি এক গর্বের মুহূর্ত। ভারত ও ইংল্যান্ডের এই দ্বৈরথ সবসময় আবেগ ও রোমাঞ্চে পরিপূর্ণ’। তিনি আশাবাদী, নতুন ট্রফির মাধ্যমে আগামী সিরিজ আরও আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক হবে। ভারত ও ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ২০ জুন থেকে শুরু হতে চলেছে। এই সিরিজই হবে অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির প্রথম লড়াই।
