আজকাল ওয়েবডেস্ক: ক্রীড়া বিশেষজ্ঞরা অনেকেই মতামত দিচ্ছেন এবারের প্যারিস অলিম্পিকে ডার্ক হর্স লক্ষ্য সেন। এখনও পর্যন্ত প্রত্যেকটা ম্যাচেই দাপটের সঙ্গে জয় তুলে নিয়েছেন তিনি। নিজের গ্রুপ পর্বের শেষ ম্যাচে লক্ষ্য মুখোমুখি হয়েছিলেন ইন্দোনেশিয়ান শাটলার জোনাথান ক্রিস্টির। শুধুমাত্র স্ট্রেট সেটে জয় নয় ইন্দোনেশিয়ান তারকার সঙ্গে ম্যাচ চলাকালীন লক্ষ্য এমন কিছু শট দেখিয়েছেন যাতে বিস্মিত নেটিজেনরা। এই শট দেখে নড়েচড়ে বসেছে সমগ্র ভারতীয় ক্রীড়া সম্প্রদায়ও।
?ref_src=twsrc%5Etfw">July 31, 2024
If I was his opponent, I would cry foul & file a suit claiming that I was confronted by an unnatural opponent who possessed three arms…
— anand mahindra (@anandmahindra)
????
????????????????????????pic.twitter.com/4p5EsPNxyVTweet by @anandmahindra
লক্ষ্যর একটি ব্যাকহ্যান্ড শটের ভিডিও রীতিমত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ওই শটেই পয়েন্ট পেয়েছেন লক্ষ্য। ওই ব্যাকহ্যান্ড শটের ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করে লক্ষ্য সেনের বিরুদ্ধে মামলা করতে বলেছেন শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা। ঠাট্টা করে আনন্দ মাহিন্দ্রা পোস্টে লিখেছেন, আমি লক্ষ্যর প্রতিপক্ষ হলে কান্নাকাটি করতাম। একটি মামলা দায়ের করে দাবি করতাম আমায় এমন একজন প্রতিপক্ষের সামনে ফেলা হয়েছে যাঁর তিনটি হাত। ইন্দোনেশিয়ান শাটলার জোনাথন ক্রিস্টির ব়্যাঙ্কিং বর্তমানে চতুর্থ। অল ইংল্যান্ড এবং এশিয়ান চ্যাম্পিয়ন তিনি। তাঁকে 21-18, 21-12 পয়েন্টে স্ট্রেট সেটে হারিয়েছেন লক্ষ্য।
