আজকাল ওয়েবডেস্ক: অ্যাডিলেডে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়ে এনেছে। মহম্মদ সিরাজ ও ট্র্যাভিস হেডের বিতর্ক নিয়ে কালি খরচ হচ্ছে সংবাদমাধ্যমে। এই আবহেই জানা গেল পিঙ্ক বল টেস্ট চলাকালীন এক ভারতীয় দর্শককে বের করে দেওয়া হয়েছিল। 

মজা করে সেই ভারতীয় ভক্ত স্যান্ডপেপার দেখিয়েছিলেন। কিন্তু অজি সমর্থকরা তা ভাল ভাবে নেননি। সংশ্লিষ্ট ভারতীয় ভক্তকে মাঠ থেকে বের করে দেওয়া হয়। সেই ভিডিও  সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে  পড়েছে। 
আসলে স্যান্ডপেপার দেখিয়ে সেই ভারতীয় ভক্ত আসলে ২০১৮ সালের সেই কুখ্যাত কেপ টাউন টেস্টের স্মৃতি উসকে দেন। 

 

?ref_src=twsrc%5Etfw">December 9, 2024

দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই সফরে  অস্ট্রেলিয়ার অধিনায়ক  ছিলেন স্টিভ স্মিথ। অজি অধিনায়ক, ক্যামেরন ব্যানক্রফ্ট ও ডেভিড ওয়ার্নার জড়িয়ে পড়েছিলেন স্যান্ডপেপার কেলেঙ্কারিতে। স্যান্ডপেপারের মাধ্যমে বল বিকৃত করার অভিযোগে এক বছরের জন্য নির্বাসিত হয়েছিলেন। সেই কুখ্যাত টেস্টের কথাই মন করিয়ে দেওয়ায় ভারতীয় ভক্তকে মাঠ  থেকে বের করে দেওয়া হয়। 

পারথ টেস্টে ভারত ২৯৫ রানে জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল। অ্যাডিলেডে আড়াই দিনে ম্যাচ হেরে যায় ভারত। সিরিজের ফলাফল এখন ১-১। ব্রিসেবেনে ১৪ তারিখ থেকে শুরু হচ্ছে তৃতীয় টেস্ট। সেই টেস্টের দিকেই নজর সবার।