আজকাল ওয়েবডেস্ক: আফগানিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যে ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গেলেও অঙ্কের হিসেবে এখনও টুর্নামেন্টে টিকে রয়েছেন রশিদ খানরা। 

সেই আফগানদের নিয়ে এবার দুই প্রাক্তন পাক তারকা ক্রিকেটার ওয়াসিম আক্রম ও ওয়াকার ইউনিসকে খোঁচা দিলেন ভারতের প্রাক্তন তারকা অজয় জাদেজা। 

প্রাক্তন আফগান কোচ অজয় জাদেজা বলেন, ''আফগানিস্তানের ইংল্যান্ডকে হারানো বিচ্ছিন্ন কোনও ঘটনা নয়।'' এর জবাবে আক্রম বলেন, ''নিশ্চয়।'' 

আক্রম প্রশংসা করেন আফগানিস্তানের। ২০২৩ বিশ্বকাপে আফগানদের কোচিং স্টাফে ছিলেন জাদেজা। তিনি বলেন, ''আইসিসি টুর্নামেন্টে আফগানিস্তান কিন্তু পাকিস্তানের থেকে বেশি ম্যাচ জিতেছে!''

গত কয়েক বছরে পাকিস্তান কিন্তু ক্রমাগত ব্যর্থ হয়েই চলেছে আইসিসি টুর্নামেন্টে। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে হতশ্রী পারফরম্যান্স করেছে তারা। তার পরই প্রাক্তন পাক তারকারা ক্ষুব্ধ হয়েছেন। পাকিস্তানের নিয়ম করে এই ব্যর্থতা তাঁরা মেনে নিতে পারছেন না। এর মধ্যেই রয়েছে বাকিদের টীকা টীপ্পনী। জাদেজাই যেমন আফগানিস্তানকে নিয়ে কটাক্ষ করে গেলেন। দলের এহেন ব্যর্থতায় পাক প্রাক্তনদের সবই হজম করতে হচ্ছে।