আজকাল ওয়েবডেস্ক: নজির গড়লেন অভিষেক শর্মা। এক ক্যালেন্ডার বছরে প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে তিনি ছুঁলেন ১০০ ছক্কার মাইলফলক। চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তাঁর ছক্কার সংখ্যা এখন ১০১।
সার্ভিসেসের বিরুদ্ধে পাঞ্জাবের হয়ে তিনি খেলেন আরও একটি ঝলমলে ইনিংস। মাত্র ৩৪ বলে ৬২ রান করেন তিনি। ইনিংসে ছিল ৮টি চার ও ৩টি ছক্কা। তাঁর স্ট্রাইক রেট ছিল ১৮২.৩৫। প্রভসিমরন সিংয়ের সঙ্গে তাঁর ১০৬ রানের জুটি দলকে বড় সংগ্রহের মঞ্চ দেয়। পরে আনমোলপ্রীত সিং ও নমন ধীরের ব্যাটে পাঞ্জাব ২০ ওভারে করে ৬ উইকেটে ২৩৩ রান।
২০২৫ সালে টি-টোয়েন্টিতে অভিষেকের ব্যাট বছর জুড়েই দাপট দেখিয়েছে। ৩৬ ইনিংসে তাঁর সংগ্রহ ১,৪৯৯ রান। সর্বোচ্চ স্কোর ১৪৮। গড় ৪২.৮২। স্ট্রাইক রেট ২০৪.২২। তিনটি সেঞ্চুরি ও ন'টি পঞ্চাশ তাঁর সংগ্রহে।
মুস্তাক আলি ট্রফিতে এখনও পর্যন্ত অভিষেকের সংগ্রহ ৩০৪ রান। গড় ৫০.৬৬। স্ট্রাইক রেট প্রায় ২৫০। একটি সেঞ্চুরি ও দু'টি পঞ্চাশ করেন তিনি। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক অভিষেক।
চলতি বছর টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্বের এক নম্বর ব্যাটার হন অভিষেক শর্মা। এশিয়া কাপে ৭ ইনিংসে ৩১৪ রান করেন।টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হন তিনি।
