আজকাল ওয়েবডেস্ক:‌ বলা হচ্ছে বর্ডার গাভাসকার ট্রফিতে খারাপ পারফরম্যান্সের জন্য ছাঁটাই করা হচ্ছে অভিষেক নায়ারকে। তবে সূত্রের খবর, ভারতীয় দলের এক হাই–প্রোফাইল সাপোর্ট স্টাফের সঙ্গে ঝামেলার জেরেই তাঁকে সরিয়ে দেওয়া হচ্ছে। জানা গেছে, ফিল্ডিং কোচ টি দিলীপ ও স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ সোহম দেশাইকেও সরিয়ে দেওয়া হবে।


এই খবর প্রকাশ্যে আসার পর টিম ইন্ডিয়ার কোনও ক্রিকেটার কোনও মন্তব্য করেননি। ব্যতিক্রম বরুণ চক্রবর্তী। তিনি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন। যে ছবিতে দেখা যাচ্ছে নায়ার ও বরুণকে। 


সূত্রের খবর বর্ডার গাভাসকার ট্রফিতে মেলবোর্ন টেস্টের পর দলের পারফরম্যান্সে খুশি ছিলেন না হেড কোচ গৌতম গম্ভীর। তার উপর সিরিজটা ভারত হারে ১–৩ ব্যবধানে। 


এদিকে, মেলবোর্ন টেস্টে হারের পর ড্রেসিংরুমের বেশ কিছু কথা বাইরে চলে এসেছিল। যা নিয়ে একেবারেই খুশি ছিলেন না গম্ভীর। সূত্রের খবর, নায়ার ও রায়ান টেন ডশকাটেকে নিয়ে বোর্ড খুশি ছিল না। বোর্ড চায়নি কেকেআর ম্যানেজমেন্টের কেউ সাপোর্ট স্টাফের অংশ হোক। এটা ঘটনা, দু’‌জনেই কেকেআরে গম্ভীরের সহকারী ছিলেন। আট মাস আগে শ্রীলঙ্কা সফরের সময় দলের সঙ্গে যুক্ত হয়েছিলেন এই দু’‌জন। 


তবে বোর্ড এটাও জানিয়েছিল তিন বছর হয়ে গেলে সেই সাপোর্ট স্টাফদের সরিয়ে দেওয়া হবে। সেই সূত্রেই সরিয়ে দেওয়া হচ্ছে টি দিলীপ ও সোহম দেশাইকে।