আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপের সূচি প্রকাশিত হয়েছে। এশিয়া কাপের বল গড়াচ্ছে ৯সেপ্টেম্বর। ফাইনাল ২৮ সেপ্টেম্বর। দেশের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া মনে করেন এই টুর্নামেন্টে জশপ্রীত বুমরা নাও খেলতে পারেন। এমনকী মহম্মদ সামিরও জায়গা নেই এশিয়া কাপে। 

এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। বুমরাহ শেষবার টি-টোয়েন্টি ফরম্যাটে নেমেছেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত বিশ্বকাপে। 

চলতি ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে খেলছেন বুমরাহ। দারুণ এক জায়গায় পৌঁছে গিয়েছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। ভারত এখন সিরিজে  পিছিয়ে রয়েছে ২-১-এ। ওভাল টেস্ট দারুণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। নিজের ইউটিউব চ্যানেলে জশপ্রীত বুমরাহ বলেছেন, ওভাল টেস্টে বুমরাহ যদি না খেলেন, তাহলে এশিয়া কাপে তাঁকে পাওয়া যাবে। চলতি বছরের গোড়ার দিকে ইংল্যান্ডের বিরুদ্ধে যে দল খেলেছিল, সেই দল নিয়ে এশিয়া কাপ খেলতে যাবে ভারত। 

বুমরাহকে বলতে শোনা গিয়েছে, ''বুমরাহকে পাওয়া যাবে কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে। পঞ্চম টেস্টে যদি বুমরাহ না নামে, তাহলে এশিয়া কাপে ওকে পাওয়া যাবে। কী দল নির্বাচন করা হয়, সেটাই এখন দেখার।'' 

মহম্মদ সামি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিলেও তার পর আর তাঁকে দেখা যায়নি জাতীয় দলের জার্সিতে। ইংল্যান্ড সিরিজেও তিনি যাননি। বঙ্গপেসারের সেই দলে সুযোগ পাওয়ার সম্ভাবনাই নেই। 

আরও পড়ুন: ওভালে ভারতের হয়ে অভিষেক হবে এই তারকার, চোট সারিয়ে তিনি এখনও পুরোদস্তুর সুস্থ ...

মোট আটটি দেশকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তানের সঙ্গে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি ও ওমান। ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।

৯ সেপ্টেম্বর হংকং-আফগানিস্তান ম্যাচ দিয়ে এবারের এশিয়া কাপ শুরু। ১০ সেপ্টেম্বর ভারতের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহি। ভারত-পাক ম্যাচ ১৪ সেপ্টেম্বর। ১১ সেপ্টেম্বর বাংলাদেশ নামছে হংকংয়ের বিরুদ্ধে। পাকিস্তান প্রথম নামছে ১২ তারিখ। পাকিস্তানের প্রতিপক্ষ ওমান।

দুই গ্রুপ থেকে দুটি করে মোট চারটি দল নিয়ে হবে সুপার ফোর। সবাই সবার মুখোমুখি হওয়ার পর পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। এবারের এশিয়া কাপের আয়োজক দেশ ভারত। তবে এশিয়া কাপের আয়োজক ভারত বা পাকিস্তান হলে খেলা হবে নিরপেক্ষ ভেন্যুতে, এই সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। সেই কারণে এবার এশিয়া কাপ হচ্ছে আরব আমিরশাহিতে।

গ্রুপ এ: ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি, ওমান

গ্রুপ বি: শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, হংকং

পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি

গ্রুপ পর্ব

৯ সেপ্টেম্বর: আফগানিস্তান বনাম হংকং

১০ সেপ্টেম্বর: ভারত বনাম সংযুক্ত আরব আমিরশাহি

১১ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম হংকং

১২ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম ওমান

১৩ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা

১৪ সেপ্টেম্বর: ভারত বনাম পাকিস্তান

১৫ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা বনাম হংকং

১৬ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম আফগানিস্তান

১৭ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরশাহি

১৮ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান

১৯ সেপ্টেম্বর: ভারত বনাম ওমান

 

সুপার ৪

২০ সেপ্টেম্বর: গ্রুপ বি কোয়ালিফায়ার ১ বনাম গ্রুপ বি কোয়ালিফায়ার ২

২১ সেপ্টেম্বর: গ্রুপ এ কোয়ালিফায়ার ১ বনাম গ্রুপ এ কোয়ালিফায়ার ২

২৩ সেপ্টেম্বর: গ্রুপ এ কোয়ালিফায়ার ১ বনাম গ্রুপ বি কোয়ালিফায়ার ২

২৪ সেপ্টেম্বর: গ্রুপ বি কোয়ালিফায়ার ১ বনাম গ্রুপ এ কোয়ালিফায়ার ২

২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার): গ্রুপ এ কোয়ালিফায়ার ২ বনাম গ্রুপ বি কোয়ালিফায়ার ২

২৬ সেপ্টেম্বর: গ্রুপ এ কোয়ালিফায়ার ১ বনাম গ্রুপ বি কোয়ালিফায়ার ১

ফাইনাল

২৮ সেপ্টেম্বর 

আরও পড়ুন: পণ্ডিতহীন কেকেআর, আচম্বিতেই নাইট শিবির ছাড়লেন আইপিএল জয়ী কোচ